• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লতাজীর প্রয়াণে শোকস্তব্ধ! ‘আজি’কে হারিয়ে অদেখা ছবি শেয়ার করলেন এই অভিনেত্রী, দেখুন তো চেনেন কিনা

সরস্বতী নিরঞ্জনের দিনই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন ভারতের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। গত ৬ ই ফেব্রুয়ারী প্রয়াত হয়েছেন ভারতের নাইটেঙ্গেল। তবে সারা পৃথিবীর জন্য তিনি রেখে গিয়েছেন তাঁর অপার গানের ভান্ডার, যা একজীবনে শুনে শেষ করা যায়না। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে গত ৭ ই ফেব্রুয়ারী শিবাজী পার্কে উপস্থিত ছিলেন তাবড় তাবড় সব বলিউডের ব্যক্তিত্বরা। আর সেখানেই মুষড়ে পড়তে দেখা যায় বলিউডের এই বিখ্যাত অভিনেত্রীকে যিনি লতাজীর খুব ঘনিষ্ঠ ছিলেন।

আসলে ছোট থেকেই লতাজীকে খুব কাছ থেকে দেখে আসছেন এই অভিনেত্রী, এমনকি লতাজী প্রয়াত হওয়ার ঠিক আগের দিনই তিনি হাসপাতালে ছুটে গিয়েছিলেন সুর সম্রাজ্ঞীকে একটিবার চোখের দেখা দেখবেন বলে৷ পরের দিনই ঘটে গেল অঘটন। কথা হচ্ছে, বলি সুন্দরী শ্রদ্ধা কাপুরের।

   

লতা মঙ্গেশকর,শ্রদ্ধা কাপুর,বলিউড,Shraddha Kapoor,lata Mangeshkar,lataji,lata aji,lata Mangeshkar died,Shraddha Kapoor post

শিবাজী পার্কে লতাজীকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েও বেশ বিমর্ষ হয়ে ছিলেন শ্রদ্ধা। চোখ ফুলে গিয়েছিল কেঁদে। পরিস্থিতি খানিক স্বাভাবিক হতেই ‘আজি’র সাথে অদেখা ছবি শেয়ার করেছেন শ্রদ্ধা। ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট শ্রদ্ধাকে।

লতা মঙ্গেশকর,শ্রদ্ধা কাপুর,বলিউড,Shraddha Kapoor,lata Mangeshkar,lataji,lata aji,lata Mangeshkar died,Shraddha Kapoor post

এই থ্রোব্যাক ইন্সটাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে মধ্যবয়সী লতাজীর পাশে বসে রয়েছেন ছোট্ট শ্রদ্ধা কাপুর। দুজনের মুখেই লেগে রয়েছে হাসির রেশ। তাদের সম্পর্ক যে মিষ্টি, খুনসুটির ছিল তাও বোঝা যাচ্ছে ছবি দেখেই। লতাজী হলেন সম্পর্কে শ্রদ্ধার নাতনি। তাঁকে ‘আজি’ বলে ডাকতেন শ্রদ্ধা। আসলে, শ্রদ্ধার দাদামশাই এবং লতাজি ভাইবোন ছিলেন। শিবাঙ্গী এবং বলিউডের সুপরিচিত অভিনেত্রী পদ্মিনী কোলাপুরী লতাজির ভাগ্নি। এই সূত্র ধরেই লতাজীর সাথে শ্রদ্ধার সম্পর্ক।

লতা মঙ্গেশকর,শ্রদ্ধা কাপুর,বলিউড,Shraddha Kapoor,lata Mangeshkar,lataji,lata aji,lata Mangeshkar died,Shraddha Kapoor post

এই স্মৃতি জড়ানো ছবি শেয়ার করে শ্রদ্ধা কাপুর লিখেছেন, “তোমার সাথে কাটানো মূল্যবান মুহুর্ত গুলো আমি সবসময় মনে রাখব। জানি আমার মাথায় তোমার হাত রয়েছে, তোমার স্নেহ, অনুপ্রেরণাকে আমি পাথেয় করে চলব। তোমার সরলতা, দেবত্ব, শ্রেষ্ঠত্ব এবং করুণার জন্য তোমাকে প্রণাম। সর্বদা মহান তুমি! তোমাকে ভালোবাসি লতা আজি।” তার এই পোস্ট দেখে চোখ ভিজেছে নেটবাসীর।