বলিউডের ভাইজান সালমান খান (Salman Khan)। একাধিক অভিনেত্রীরা বলিউডে পা রেখেছেন সালমানের সাথে কাজ করেই। তাছাড়া নবাগতদের সুযোগ দিতেও ভালোবাসেন সালমান খান। অনেকেই চান তার প্রথম ছবি যেন সালমান খানের সাথে হয়। তবে বললিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) কিন্তু সেটা মোটেও চাননি! কিশোরী বয়সেই সালমান খানের সাথে ছবির অফার পেয়েছিলেন শ্রদ্ধা, তবে সেটা রিজেক্ট করে দিয়েছিলেন তিনি।
বলিউডের অভিনেতা শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুর। বাবা অভিনেতা হওয়ায় বলিউডে ডেবিউ করতে খুব একটা অসুবিধা হবে না শ্রদ্ধা কাপুরের এটা বলাই যায়। তবে অভিনেত্রীর কাছে প্রথম ছবির অফার এসেছিল ১৬ বছর বয়সেই। ছবিতে সালমান খানের বিপরীতে দেখা যেত শ্রদ্ধা কাপুরকে। ছবির জন্য অফার পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।
শ্রদ্ধা কাপুরের মতে, সালমান খানের ছবির প্রস্তাব যখন আসে তখনও অনেকটাই ছোট ছিলাম। তাছাড়া পড়াশোনাও শেষ হয়নি। তাই পড়াশোনার দিকে মনোযোগ দেবার জন্যই ছবির প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছিল। তবে সালমান খানের সাথে ছবির অফার ফিরিয়ে দিয়ে কিছুটা আপসেট ছিলেন। এরপর নিজের পড়াশোনা শেষ করার দিকেই মনোযোগ দিতে হয়েছিল তাকে।
পড়াশোনা শেষ করে ২১ বছর বয়সে প্রথম বলিউডে পা রাখেন শ্রদ্ধা কাপুর। সালমান খান তো আর হল না, বদলে আদিত্য রায় কাপুরের সাথে ‘আশিকি ২’ ছবিতে অভিনয় করেন শ্রদ্ধা। নব্বইয়ের দশকের সিক্যুয়াল আশিকি ২ ছবি সুপারহিট হয়ে যায়। আর প্রথম ছবিতে ব্যাপক সাফল্য পেয়ে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের খাতায় নাম উঠে আসে শ্রদ্ধার। ছবিতে রাহুল-আরোহীর জুটি আজও মনে গেঁথে রয়েছে দর্শকদের।
প্রসঙ্গত, আশিকি ২ এরপর এক ভিলেন, বাগি, হাফ গার্লফ্রেন্ড, এবিসিডি ২ এর মত ছবিতে অভিনয় করে নিজের অভিনয়ের দক্ষতা প্রমান করেছেন শ্রদ্ধা। শেষবার অভিনেত্রীকে বাগি ৩ ছবিতে দেখা গিয়েছিল। তবে ইতিমধ্যেই একাধিক ছবি হাতে রয়েছে শ্রদ্ধার। ‘লাভ রঞ্জন নেস্ট’ নামের একটি ছবিতে অভিনয় করছেন শ্রদ্ধা যেটি আগামী বছর মার্চ মাসে রিলিজ হওয়ার কথা। এছাড়াও আরও তিনটি ছবি রয়েছে হাতে যেগুলি এবছরেই রিলিজ হওয়ার কথা রয়েছে।