বাংলা সিরিয়ালের (Bengali Serial) চলতি ট্রেন্ডে গা ভাসিয়ে জি বাংলার (Zee Bangla) পর্দায় আসছে আরও একটি নতুন সিরিয়াল (New Serial) ‘মুকুট'(Mukut)। স্টার জলসার ‘মাধবীলতা’র পর এই সিরিয়ালের হাত ধরে আরও একবার কামব্যাক করছেন টেলি অভিনেত্রী শ্রাবনী ভূইঁয়া (Sharabani Bhunia)। এই ধারাবাহিকেই তাঁর বিপরীতে জুটি বাঁধছেন টেলি পাড়ার নতুন হ্যান্ডসাম হাঙ্ক অর্ঘ্য মিত্র (Argha Mitra)।
মুকুটের এই নায়ক টিভির পর্দায় নতুন না হলেও এই সিরিয়ালের হাত ধরেই প্রথমবার নায়কের চরিত্রে ডেবিউ করতে চলেছেন তিনি। তাই অনেকেই হয়তো টেলিপাড়ার এই নতুন নায়ক। আজ বং ট্রেন্ডের পাতায় থাকছে এই নায়কের আসল পরিচয়। জানা যাচ্ছে মুকুটের এই নায়ক কর্মসূত্রে বর্তমানে কলকাতায় থাকলেও আদতে তিনি কিন্তু বর্ধমানের বাসিন্দা।
খুব তাড়াতাড়ি জি বাংলার প্রথম সারির বিনোদনমূলক চ্যানেলে নায়ক হিসাবে তাঁর হাতেখড়ি হতে চলেছে। তবে টিভির পর্দায় অর্ঘ্য কিন্তু নতুন মুখ নন একেবারেই। ইতিপূর্বে সান বাংলার ‘দেবী’ কিংবা সুন্দরীর মতো জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ সব পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও কালার্স বাংলার ‘তুমি যে আমার মা’-সহ জি বাংলার বেশ কিছু ধারাবাহিকে দেখা গিয়েছে অর্ঘ্যকে।
মডেলিংয়ের দৌলতে ইতিপূর্বে কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপনেও। সেই সূত্রেই বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলির সাথে কাজ করার সুযোগ পেয়েছিলেন এই অভিনেতা। এছাড়া ইতিমধ্যেই তিনি কাজ করে ফেলেছেন বড় পর্দাতেও। টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে কাজ করে ফেলেছেন ‘মহিষাশুরমর্দিনী’তে।
জানা যাচ্ছে আদতে বর্ধমানের ছেলে এই অভিনেতার জন্মদিন ৯ অক্টোবর। অর্ঘ্য ছাড়াও আরও একটা ডাক নাম রয়েছে অভিনেতার। তা হল বাবাই। দুর্দান্ত অভিনয় দক্ষতা ছাড়াও এই অভিনেতার রয়েছে দুর্দান্ত গানের গলা। জানা গিয়েছে অবসর সময়ে গান গাইতে এবং গান শুনতে ভালোবাসেন তিনি।
এছাড়া অবসর সময়ে বাইক ট্যুরে যেতে ভালোবাসেন অভিনেতা। পাশাপাশি জিমন্যাস্টিক তাঁর খুবই পছন্দের একটি জিনিস বলে জানা গিয়েছে। প্রসঙ্গত আগের সিরিয়ালেও শ্রাবনীর নায়কের হাতে ক্যামেরা দেখা গিয়েছিল এবারও প্রোমোতে দেখা গিয়েছে নারী পাচারকারী চক্রের মাথাদের খুঁজতেই মুকুটের এই নায়কের হাতে রয়েছে ক্যামেরা। শ্রাবণী অর্ঘ্য ছাড়াও এই নতুন সিরিয়ালের প্রোমোতে বিশেষভাবে নজর করেছেন ‘কড়িখেলা’ সিরিয়ালের পুরনো জুটি পারমিতা-অপূর্ব।