• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাখো মাখো প্রেম উধাও! সম্পর্কে ফাটল ধরতেই কাদা ছোড়াছুড়ি শুরু শোভন-স্বস্তিকার

Published on:

Shovan Ganguly Swastika Duttas virtual fight after breakup

সংগীত শিল্পী শোভন গাঙ্গুলির (Shovan Ganguly) সাথে জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্তের (Swastika Dutta) বন্ধুত্ব থেকে প্রেম কিংবা সাম্প্রতিক কালের বিচ্ছেদের খবর অজানা নয় কারও কাছেই। জানা যাচ্ছে দীর্ঘ  তিন বছরের সম্পর্কে ইতি টেনেই বিচ্ছেদের পথে হাঁটছেন টলিপাড়ার এই মিষ্টি জুটি।

বিচ্ছেদ প্রসঙ্গে প্রথম দিকে মুখে কুলুপ আঁটলেও এবার সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আক্রমণ শানিয়ে এবার পোস্ট চালাচালি শুরু করেছেন সদ্য প্রাক্তন এই জুটি। এমনটাই মনে করছেন নেটিজেনদের একাংশ।  আসলে এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের ইন্সটা স্টোরিতে এমনই একটি ইঙ্গিপূর্ণ পোস্ট করেছিলেন শোভন।

Swastika Dutta Breakup rumour with Shovan Ganguly 

সেই পোস্টে স্পষ্ট প্রাক্তনের সুর। এদিন শোভন লিখেছেন ‘নিজেকে ক্ষমা করে দাও, যে ভাবে নিজের প্রাক্তনকে বহু বার করেছ।’ যদিও চুপ থাকেননি স্বস্তিকাও। তিনিও পাল্টা একটি  ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। সাদা টিশার্ট আর কালো শর্টস পরে এক গুচ্ছ ছবি দিয়ে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘আজ আমার টিশার্ট বলছে তুমি মোটেই সুবিধার নও’।

টলিউড,Tollwood,শোভন গাঙ্গুলি,Shovan Ganguly,স্বস্তিকা দত্ত,Swastika Dutta,বিচ্ছেদ,Break Up,আক্রমণাত্মক পোস্ট,Hitting Post,সোশ্যাল মিডিয়া,Social Media

এর পর থেকেই নেটিজ়েনরা উত্তর খুঁজছেন  অভিনেত্রীর লেখা এই তুমি আসলে কে? দুইয়ে,দুইয়ে চার করে সবাই বলছেন সম্পর্কে চীড় ধরতেই এভাবেই একে অপরের প্রতি কাদা ছোঁড়াছুড়িতে মেতেছেন শোভন স্বস্তিকা।

প্রসঙ্গত শোভন স্বস্তিকার বিচ্ছেদ নিয়ে ইতিমধ্যেই একাধিক কারণ। কেউ বলছেন অতিরিক্ত ব্যস্ততার কারণেই ইদানিং স্বস্তিকাকে সময় দিতে পারছিলেন না শোভন।  সেইসাথে উঠে আসছে শোভনের প্রাক্তন প্রীতি অর্থাৎ ইমন চক্রবর্তীর সাথে উঠতি সমীকরণের জল্পনাও।

Iman Chakraborty reaction on Shovan Swastika breakup

সম্প্রতি এপ্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়ে সংবাদমাধ্যমে স্বস্তিকা বলেছিলেন ‘আমি সত্যিই কিছু বলতে চাই না। আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কোন তৃতীয়, চতুর্থ, পঞ্চম ব্যক্তি নেই। আর আমরা একসঙ্গে আছি কি নেই তা নিয়েও এই মুহূর্তে কিছুই বলতে চাই না’।  আর শোভন বলেছিলেন এর আগেও ‘আমাকে নিয়ে লেখালিখি হয়েছে, কিন্তু না জিজ্ঞাসা করে এই সব রটনা ঠিক নয়। যার যা ইচ্ছে হচ্ছে লিখছে, বলছে, আমি এটাকে একেবারেই এন্টারটেন করব না। কেন তৃতীয় কাউকে আমাদের বিষয়ে এভাবে টেনে আনব?’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥