• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক ফ্রেমে শোভনের দুই প্রাক্তন! একসাথে খোঁচা দিলেন স্বস্তিকা ও ইমন

Published on:

Swastika Dutta Iman Chakraborty Troll

জনপ্রিয় গায়ক শোভন গাঙ্গুলির (Shovan Ganguly) সাথে টেলি অভিনেত্রী স্বস্তিকা দত্তের (Swastika Dutta) ব্রেকআপ (Beakup) হওয়ার পর থেকেই কার্যত সরগরম পেজথ্রির পাতা।  প্রথমত তাদের ব্রেকআপের কারণ জানতে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই।  তাছাড়া শোভন স্বস্তিকার ব্রেকআপের কারণ হিসেবে উঠে এসেছে শোভনের প্রাক্তন প্রেমিকা তথা জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) নাম।

সেসময় শোভন স্বস্তিকার বিচ্ছেদ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে ইমন বলেছিলেন ‘শোভনের ভালো চেয়েছি এখনও ভালো চাই। স্বস্তিকা-শোভন দু’জনের সঙ্গেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি জানি না ব্রেকআপ হয়েছে কিনা, আমি চাই না হোক’।

Shovan Ganguly Swastika Duttas virtual fight after breakup

যদিও তা নিয়ে বিরক্তি প্রকাশ করে ঘোর আপত্তি তুলেছিলেন শোভন-স্বস্তিকা দুজনেই। শোভন এবিষয়ে প্রতিক্রিয়া দিয়ে বলেছিলেন এর আগেও ‘আমাকে নিয়ে লেখালিখি হয়েছে, কিন্তু না জিজ্ঞাসা করে এই সব রটনা ঠিক নয়। যার যা ইচ্ছে হচ্ছে লিখছে, বলছে, আমি এটাকে একেবারেই এন্টারটেন করব না। কেন তৃতীয় কাউকে আমাদের বিষয়ে এভাবে টেনে আনব?’

শোভন গাঙ্গুলি,Shovan Ganguly,স্বস্তিকা দত্ত,Swastika Dutta,ব্রেকআপ,Beakup,ইমন চক্রবর্তী,Iman Chakraborty,ছবি,Photo,ভাইরাল,Viral,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোল,Troll

অন্যদিকে একই শুরে সেসময় স্বস্তিকা বলেছিলেন ‘আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কোন তৃতীয়, চতুর্থ, পঞ্চম ব্যক্তি নেই। আর আমরা একসঙ্গে আছি কি নেই তা নিয়েও এই মুহূর্তে কিছুই বলতে চাই না’। এছাড়া ইতিমধ্যেই স্বস্তিকা জানিয়েছেন শোভনের সাথে তার কোন তিক্ততা নেই তাদের সম্পর্কটা শেষ হয়েছে হ্যাপি নোটে। কিন্তু তারপরেও কিছু মানুষের মুখ বন্ধ করা যেন অসম্ভব। এরইমধ্যে এই ব্রেকআপ বিতর্কের মাঝেই খানিকটা জল্পনা উস্কে দিয়েছে ইমন  চক্রবর্তীর শেয়ার করা একটি ছবি।

 

প্রসঙ্গত সদ্য মুক্তি পেয়েছে স্বস্তিকা অভিনীত সিনেমা ‘ফাটাফাটি’। শুক্রবার  এই সিনেমার প্রিমিয়ার ছিল। সিনেমার এই প্রিমিয়ারেই হাজির ছিলেন গায়িকা ইমন চক্রবর্তীও। সেখানেই শোভনের দুই প্রাক্তন প্রেমিকাকে হাসিমুখে ফ্রেমবন্দি হতে দেখা গিয়েছে।

শোভন গাঙ্গুলি,Shovan Ganguly,স্বস্তিকা দত্ত,Swastika Dutta,ব্রেকআপ,Beakup,ইমন চক্রবর্তী,Iman Chakraborty,ছবি,Photo,ভাইরাল,Viral,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোল,Troll

কাওকে সরাসরি কিছু না বললেও ছবির ক্যাপশনে ইমন নিন্দুকদের মুখে একেবারে ঝামা ঘষে দিয়ে লিখেছেন ‘এবার কী হবে?’ অর্থাৎ নিন্দুমরা এতদিন শোভন -স্বস্তিকার ব্রেকআপ এর কারণ হিসেবে যে ইমন  চক্রবর্তীর নাম জড়িয়ে ট্রোল করছিলেন তা যে একেবারে ডাহা মিথ্যে এই ছবি দিয়েই তা প্রমাণ করতে চেয়েছেন ইমন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥