• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেম দিবসে প্রেমিকাকে ভালোবাসায় মুড়লেন শোভন! মজা করে স্বতিকা বললেন ‘মার খাবি?’

Published on:

ভ্যালেন্টাইন্স ডে,Valentines Day,শোভন গঙ্গুলি,Shovan Ganguly,স্বস্তিকা দত্ত,Swastika Dutta

কালের নিয়মে বাঙালির প্রেমদিবস আজকাল শুধুই সরস্বতী পুজো অর্থাৎ বাঙালির ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day)-তেই আটকে নেই। বরং যুগের সাথে তাল মিলিয়ে প্রিয় মানুষটার জন্য গোটা একসপ্তাহ জুড়ে ‘ভ্যালেন্টাইন্স ডে উইক’ পালনে মেতে উঠেছেন সকলে। শহরের অলিগলি থেকে সোশ্যাল মিডিয়ার দেওয়াল সর্বত্রই এখন প্রেমের মরশুম।

সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি ভালোবাসার মানুষের সাথে প্রেমে দিবসের উদযাপনে মেতে উঠেছেন সকলে। তাই গতকাল মধ্যরাত থেকেই একপ্রকার সেলিব্রেশনে মেতে উঠেছেন প্রায় সকল প্রেমিক প্রেমিকা। এই তালিকায় রয়েছেন বাংলার অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী শোভন গঙ্গুলি (Shovan Ganguly)। জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী স্বস্তিকা দত্তের (Swastika Dutta) সাথে তাঁর সম্পর্কের কথা অজানা নেই কারও কাছে।

Shovan Ganguly,Swastika Dutta, শোভন গাঙ্গুলি, স্বস্তিকা দত্ত

তারা যে শুধুমাত্র বন্ধু নন ইন্ডাস্ট্রিতে এখন একথা কমবেশি সকলেই জানেন। আর এখন তারা দুজনেই কোনোরকম রাখঢাক না রেখেই বেশ খুল্লামখুল্লাই প্রেম করেন একে অপরের সাথে। আর আজকের দিনেও প্রিয় মানুষটাকে ভালোবাসার শুভেচ্ছা জানাতে ভোলেননি গায়ক শোভন।

ভ্যালেন্টাইন্স ডে,Valentines Day,শোভন গঙ্গুলি,Shovan Ganguly,স্বস্তিকা দত্ত,Swastika Dutta

এদিন ইনস্টাগ্রামে ২৫ সেকেন্ডের ভিডিয়ো কোলাজে স্বস্তিকাকে প্রেম দিবসের শুভেচ্ছা জানিয়েছেন শোভন।গতকাল ঘড়ির কাঁটায় রাত বারোটা বাজতেই প্রেমিকা তথা স্বস্তিকা দত্তকে প্রেম দিবসের শুভেচ্ছা জানিয়ে আদুরে পোস্ট করেন গায়ক শোভন। সেই ভিডিও কোলাজে একে অপরের সাথে কাটানো মুহুর্তের একাধিক ছবি শেয়ার করেছেন তিনি।

ভ্যালেন্টাইন্স ডে,Valentines Day,শোভন গঙ্গুলি,Shovan Ganguly,স্বস্তিকা দত্ত,Swastika Dutta

এই ভিডিও কোলাজের ব্যাকগ্রাউন্ডে বাজছে একটি মিষ্টি মিউজিক। এমনই একটি রিল ভিডিয়ো শেয়ার করে শোভন লিখেছেন, ‘শুভ প্রেম দিবস।’ প্রিয় জুটির ভিডিয়োতে অসংখ্য অনুরাগী কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন।তবে সকলের মধ্যে নজর কেড়েছে স্বস্তিকার মজার কমেন্ট। সেখানে অভিনেত্রী লিখেছেন ‘মার খাবি?’ সম্প্রতি সংবাদমাধ্যমে স্বস্তিকা জানিয়েছিলেন, , তাঁর সঙ্গে শোভনের প্রেমের শুরু হয়েছিল বন্ধুত্ব দিয়ে। সেই কারণেই তুই তোকারি চলতে থাকে তাদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥