করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে ও করোনা ভাইরাসের ছড়ানো কমাতে লকডাউনের পথে হেঁটেছে রাজ্য। গত বছরের মত কড়াকড়ি না থাকলেও লকডাউনের ছবিটা প্রায় একই রকম। পরিবহন মাধ্যম, দোকানপাঠ থেকে শুরু করে অফিস সবই বন্ধ, কাজ চলছে ওয়ার্ক ফ্রম হোমে। লকডাউনের জেরে বন্ধ টলিপাড়াও। যার ফলে বন্ধ সিরিয়ালের শুটিং। বর্তমানে বাড়ি থেকেই মোবাইলে ভিডিও রেকর্ড করে কাজ চালাচ্ছে টলিপাড়া।
পরিচালকের কথা মত বাড়িতেই মেকাপ করে নিজেদের মত করে শুটিং করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরপর সেগুলো এডিট করে একত্রিত করে দেখানো হচ্ছে সিরিয়ালে। কিন্তু মুশকিল হল টলিপাড়ায় শুটিং বন্ধ থাকায় বিপাকে পড়েছে টলিপাড়ার টেকনিশিয়ান থেকে শুরু করে শুটিংয়ের সাথে জড়িত বহুমানুষেরা। বাড়ি থেকে শুটিং হলে তাদের পেট চলা দায়। কারণ ওয়ার্ক ফ্রম হোম হলে টেকনিশিয়ানের দরকার নেই যার ফলে তাদের রুজি রোজগার বন্ধ।
এভাবে চলা সম্ভব নয়, শুটিংয়ের অনুমতি দেওয়া হোক টলিপাড়ায় বা অন্য কোনো বিকল্প ব্যবস্থা করা হোক। এই দাবিতেই এবার সরব ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (Fedaration of Cine Technician and Workers of Eastern India)। এই মর্মে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কাছে চিঠি পাঠিয়েছেন। ফেডারেশনের মতে কোনোমতে আগের বছর শুটিং বন্ধ থাকা ও পুরোনো এপিসোড সম্প্রচার হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছিল টিভি চ্যানেলগুলির। তাই এবছর বাড়ি থেকেই শুটিং করে চালানো হচ্ছে।
কিন্তু মুশকিল হল এভাবে চলতে থাকলে টলিপাড়ায় একপক্ষের যেমন চলে যাচ্ছে অন্যদিকে একপক্ষ অবহেলিত হচ্ছে। টেকনিশিয়ানদের প্রতি হওয়া এই অবমাননার জন্য সরব হয়েই ফেডারেশনের তরফে মুখমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করা হচ্ছে। এখন আদৌ রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেয় কিনা সেটাই দেখার।