• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেম করছেন শোভন – স্বস্তিকা! এবার সেকথা নিজেই প্রকাশ্যে আনলেন গায়ক

সম্প্রতি নেটপাড়ায় গুঞ্জনের নতুন বিষয় ‘কী করে বলব তোমায়’ সিরিয়ালের নায়িকা রাধিকা (Radhika) ওরফে স্বস্তিকা দত্ত ( swastika dutta) এবং গায়ক শোভন গাঙ্গুলি (shobhan ganguly) এর সম্পর্ক। জল্পনার সূত্রপাত হয় দুই তারকার ইন্সটাগ্রাম পোস্ট থেকেই।

swastika dutta shobhan ganguly

   

হঠাৎই ইন্সটাগ্রামে স্বস্তিকা শোভনের সঙ্গে একটি সেলফি পোস্ট করে তাঁর অনুরাগীদের জাজমেন্টাল হতে বারণ করেছিলেন। আর শোভনও স্বস্তিকার সাথে ছবি শেয়ার করে প্রচ্ছন্ন ভাবে জানিয়েছিলেন তার ভালোলাগার কথা। তবে কয়েকদিন যেতে না যেতেই শোভন উলটো সুরে গান গেয়ে জানাই সে এবং স্বস্তিকা নাকি কেবলই বন্ধু।

swastika dutta shobhan ganguly

শোভন বলেন, তাঁরা একে অপরের সাথে স্বচ্ছন্দ বোধ করেন বলেই মুখোমুখি বসে আড্ডা দেন। শোভন মনে করেন তিনি এমন কিছু সেলিব্রিটি নন, তাই প্রেম করলে সেকথা তিনি নিজেই জানাবেন।

swastika dutta shobhan ganguly

সম্প্রতি অভিনেত্রী স্বস্তিকা শোভনের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,‘হ্যাঁ’। অপরদিকে গায়ক শোভনও একই ছবি শেয়ার করেছেন আর ক্যাপশনে লিখেছেন, ‘দুই দিয়ে গুণ-দ্বিগুণ’।

swastika dutta shobhan ganguly

তবে আগে লুকোচুরি করলেও আজকাল আর কোনো রাখঢাক রাখেননা। ইমনের বিয়ে হোক অথবা কোনো অ্যাওয়ার্ড শো হোক সবেতেই দুজনকে একসাথেই দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে। শনিবার শোভন স্বস্তিকার সঙ্গে তার বিভিন্ন মুহূর্তের ছবির একটি কোলাজ শেয়ার করে লিখলেন,’ দ্যা কর্ণার স্টোরি’। আর পোস্ট করা মাত্রেই এই ছবি তুমুল ভাইরাল হয় নেটপাড়ায়।