• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জমাট বাঁধছে সম্পর্ক! কর্ণকে ছেড়ে গায়ক শোভনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন রাধিকা

swastika dutta shobhan ganguly

সম্প্রতি নেটপাড়ায় গুঞ্জনের নতুন বিষয় ‘কী করে বলব তোমায়’ সিরিয়ালের নায়িকা রাধিকা (Radhika) ওরফে স্বস্তিকা দত্ত ( swastika dutta) এবং গায়ক শোভন গাঙ্গুলি (shobhan ganguly) এর সম্পর্ক। জল্পনার সূত্রপাত হয় দুই তারকার ইন্সটাগ্রাম পোস্ট থেকেই।

হঠাৎই ইন্সটাগ্রামে স্বস্তিকা শোভনের সঙ্গে একটি সেলফি পোস্ট করে তাঁর অনুরাগীদের জাজমেন্টাল হতে বারণ করেছিলেন। আর শোভনও স্বস্তিকার সাথে ছবি শেয়ার করে প্রচ্ছন্ন ভাবে জানিয়েছিলেন তার ভালোলাগার কথা। তবে কয়েকদিন যেতে না যেতেই শোভন উলটো সুরে গান গেয়ে জানাই সে এবং স্বস্তিকা নাকি কেবলই বন্ধু।

Swastika Dutta Shobhan Ganguly

শোভন বলেন, তাঁরা একে অপরের সাথে স্বচ্ছন্দ বোধ করেন বলেই মুখোমুখি বসে আড্ডা দেন। শোভন মনে করেন তিনি এমন কিছু সেলিব্রিটি নন, তাই প্রেম করলে সেকথা তিনি নিজেই জানাবেন।

Swastika Dutta Shobhan Ganguly

তবে কি এবার শোভন নিজেই স্বীকার করে নিলেন যে তিনি সত্যি সত্যিই প্রেম করছেন রাধিকা ওরফে স্বস্তিকার সঙ্গে! অন্তত সম্প্রতি শোভনের ইন্সটাগ্রাম (Instagram) সেরকমই ইঙ্গিত করছে। তিনি নিজের ইন্সটা হ্যান্ডেল থেকে স্বস্তিকার সঙ্গে একটি ছবি শেয়ার করে জন মেয়ারের একটি উদ্ধৃতি উল্লেখ করে ক্যাপশনে লিখলেন, ভালোবাসার মতো সাহসী হও। আর সেই ছবিতে স্বস্তিকা মন্তব্য করেন, “সাবধানে থাকো, অনেক শুভেচ্ছা “। ছবি দেখে নেটিজেনদের বুঝতে অসুবিধা হচ্ছেনা ধীরে ধীরে জমাট বাঁধছে স্বস্তিকা শোভনের প্রেম।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥