বাংলা সিরিয়ালের জগতে এই মুহূর্তে ভীষণ চর্চিত একটি চরিত্র হল শিরিন (Shirin)। লীনা গাঙ্গুলির (Leena Ganguly) লেখা ‘গুড্ডি’ (Guddi) সিরিয়ালে খলনায়িকা শিরিনের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী মধুরিমা বসাক (Madhurima Bosak)। যার সংলাপ থেকে চোখ মুখের এক্সপ্রেশন টিভির পর্দায় দেখা মাত্রই তেলে বেগুনে জ্বলে ওঠেন দর্শকদের একটা বড় অংশ।
তাই দর্শকরা শিরিনকে একেবারেই পছন্দ করেন না। এমনকি প্রকাশ্যে তাকে থাকে ‘ডাইনি’ বলেও কটাক্ষ করতে ছাড়েন না। যদিও নিন্দুকদের সমস্ত ট্রোলিং বরাবরই ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন অভিনেত্রী। এপ্রসঙ্গে একবার এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন ‘দর্শকরা আমাদের নিয়ে চর্চা করেন, আলোচনা করেন তা খুবই ভালো। কিন্তু এতটা ব্যক্তিগতভাবে নেওয়ার কোন কারণ নেই। তাছাড়াও মধুরিমার কথায় দর্শকরা যা বলেন সিরিয়ালে তা তার চরিত্রটিকে বলেন তাকে নয়। তাই এসব নিয়ে তিনি মাথা ঘামান না।
যদিও দর্শকদের মধ্যে একটা বড় অংশ শিরিন চরিত্রটিকে পুরোপুরি খলনায়িকা বলতে নারাজ। কারণ তাদের মতে জীবনে বহুবার প্রতারিত হতে হতে শিরিন আজ এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। এমনকি নিজের ভালোবাসার মানুষ অনুজের কাছেও শিরিন প্রতারিত। তাই এইভাবে ঠকতে ঠকতে দেওয়ালে একেবারে পিঠ থেকে গিয়েছে তার।
প্রসঙ্গত সিরিয়ালে শিরিন খুব সহজে পছন্দের জিনিস পেয়ে যাওয়া বড় লোক বাড়ির আদরের মেয়ে। বাস্তবে কিন্তু তা নয়, যথেষ্ট লড়াই করেই তিনি আজ অভিনেত্রী হতে পেরেছেন এবং ইন্ডাস্ট্রিতে নিজের একটা নাম পরিচয় তৈরি করতে পেরেছেন। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে টলিউড ফোকাস কলকাতায় সাথে সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন মফস্বল থেকে এসে কলকাতার মতো বড় শহরে নিজের পরিচয় বানাতে যথেষ্ট লড়াই করতে হয়েছিল তাকে।
কিন্তু কখনও তিনি হার মানেননি। এছাড়া একদিন মধুরিমা জানান নায়িকা হওয়াটা বোধহয় তার ভাগ্যই ছিল। তাই তিনি নিজেও জানেন না তিনি কিভাবে নায়িকা হয়েছেন। জীবনের সেই সব কঠিন পরিস্থিতির কথা বলতে গিয়ে এদিন অভিনেত্রী জানান ইন্ডাস্ট্রিতে তার কোনদিনই কোন গডফাদার ছিল না। তবে লড়াই করতে গিয়ে যত বাধাই আসুক না কেন তিনি কোনদিনই হার মানেননি।
কারণ তিনি মনের দিক দিয়ে বরাবরই ভীষণ শক্তপোক্ত। লীনা গাঙ্গুলির মত একজন জনপ্রিয় লেখিকার সাথে কাজ করতেও তাকে অপেক্ষা করতে হয়েছিল তিন বছর। মাস্টার কমপ্লিট করার পর তিনি লেখিকার কাছে এসেছিলেন কিন্তু তখন তিনি কোনভাবে কাজ পাননি। এরপর তিনি সুযোগ পান লীনা গাঙ্গুলীর লেখা মোহর সিরিয়ালের শ্রেষ্ঠ চরিত্রে। প্রসঙ্গত এই চরিত্রটিও একজন খলনায়িকারই চরিত্র ছিল।