সোনার চামচ মুখে নিয়ে জন্মানো বোধহয় একেই বলে! এই কারণেই মাত্র ১০ বছর বয়স থেকেই নিজস্ব ব্যবসা শুরু করে দিলেন শিল্পা শেট্টি (Shilpa Shetty) এবং রাজ কুন্দ্রার ছেলে ভিয়ান রাজ কুন্দ্রা (Viaan Raj Kundra)। এই বয়সেই কাস্টমাইজড স্নিকার্সের ব্যবসা শুরু করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন জনপ্রিয় এই স্টারকিড। জানা যাচ্ছে ভিয়ানের এই কাস্টমাইজড স্নিকার্সের (Castomized Snickers) দামই শুরু হচ্ছে ৪৯৯৯ অর্থাৎ ৫ হাজার টাকা থেকে।
এই বয়স থেকেই ছেলের এমন উদ্যোগকে মা হয়ে কুর্নিশ বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি নিজেই। গতকাল শিল্পা শেট্টি নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে নিয়েছিলেন। এই ভিডিও (Video)-তে ভিয়ান এবং তার মা শিল্পা শেটি দুজনকেই দেখা গিয়েছে তার এই নতুন স্টার্টআপ আইডিয়া সকলের সাথে ভাগ করে নিতে। যা নিমেষে ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা যাচ্ছে ভিয়ান নিজের কোম্পানির নাম রেছেছে ভিআরকিকস (VRKICKS)। নিজের সংস্থার প্রথম কাস্টমাইজড স্নিকার্স জোড়া নিজের মায়ের জন্য বানিয়েছেন ভিয়ান। তাই এই জুতোর থিম হিসাবে সে বেছে নিয়েছিল টাইগার থিম। ছেলের নতুন জুতোর ব্যবসার ব্যাপারে ঘোষণা করে বিশেষ বার্তা দিয়েছেন শিল্পা।
এদিন গর্বিত শিল্পা লিখেছিলেন ‘আমার ছেলে ভিয়ান-রাজের প্রথম এবং একদম অন্যরকমের একটা ব্যবসা ভিআরকিকস, কাস্টমাইজড স্নিকার্স’। এরপরেই সমস্ত বাবা মায়েদের উদেশ্যে বিশেষ বার্তা দিয়ে অভিনেত্রী লিখেছেন ‘ছোট বাচ্চাদের বড় স্বপ্নকে সবসময় উৎসাহ দেওয়া উচিত’। শিল্পার কোথায় জানা যায় এই ব্যবসার আইডিয়া থেকে শুরু করে প্রথম ধারণা কিংবা ভিডিয়ো বানানো সবটাই নাকি ভিয়ানের নিজস্ব বুদ্ধির ফসল।
View this post on Instagram
তাই সব শেষে ভিয়ানের গর্বিত মা শিল্পা বলেছেন ‘জেন জেড এর এই সন্তান অবাক করল জেন জেড এর মাকে। তোমার জন্য গর্ব হচ্ছে আমার।’ এই ভিডিওর কমেন্ট সেকশানে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউডের তাবড় সেলিব্রেটিরাও। কমেন্ট করে ভিয়ানের মাসি অর্থাৎ বলিউড অভিনেত্রী শমিতা শেট্টি লিখেছেন ‘উহুহু, আমার কাস্টমাইজড পেয়ার হাতে পাওয়ার জন্য মুখিয়ে আছি।’