• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নোংরামি করলে তো মুখ লুকোতেই হবে! LED মাস্ক পরে প্রকাশ্যে এসে ট্রোলড রাজ কুন্দ্রা, রইল ভিডিও

Updated on:

Shilpa Shetty’s husband Raj Kundra gets trolled for wearing a LED face mask

বলিউডের ‘পাওয়ার কাপল’দের মধ্যে একজন হলেন শিল্পা শেট্টি (Shilpa Shetty) এবং রাজ কুন্দ্রা (Raj Kundra)। মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন এই তারকা জুটি। গত কয়েকমাস আগে যেমন পর্ন কাণ্ডে জড়িয়ে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছিলেন ব্যবসায়ী রাজ।

তবে এবার ফের নিজের নতুন লুকের জন্য নেটিজেনদের চর্চার কেন্দ্রে চলে এসেছেন শিল্পা শেট্টির স্বামী। রাজের নতুন লুক (Raj Kundra new look) প্রকাশ্যে আসার পরই তাঁকে চরম কটাক্ষ (Trolled) করছেন নেটিজেনরা। তাঁর নতুন লুক দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়।

Raj Kundra and Shilpa Shetty

আসলে গত কয়েকদিন ধরেই নিজের ভিন্ন ধরণের মাস্ক (Face mask) নিয়ে নেটিজেনদের চর্চার কেন্দ্রে চলে এসেছিলেন রাজ। সেসব নিয়ে সংবাদমাধ্যমের শিরোনামেও উঠে এসেছিলেন তিনি। গত সপ্তাহেও শিল্পার সঙ্গে নৈশভোজে গিয়ে একটি ভিন্ন ধরণের ফের শিল্ড পরে পাপারাৎজির নজর কেড়েছিলেন রাজ।

Raj Kundra face masks

এবার ফের একটি অন্য ধরণের মাস্ক পরে নেটিজেনদের নজর কেড়েছেন এই কোটিপতি ব্যবসায়ী। এবার রাজ যে মাস্ক পরেছেন সেটির সামনে আবার এলইডি ডিসপ্লে রয়েছে। আর ব্যাস, তারপর থেকেই তাঁকে নিয়ে হাসির রোল উঠেছে নেটপাড়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

রাজের ভিন্ন ধরণের ফের মাস্ক পরা সেই ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা নানান ধরণের কমেন্ট করতে শুরু করে দিয়েছেন সেখানে। একজন যেমন সেই ভিডিওয় কমেন্ট করে লিখেছেন, ‘বেচারা মুখ দেখানোর লায়েক রইল না’। আর একজন আবার লিখেছেন, ‘মুখ লুকোতে হয়, এমন কাজই করেছেন’।

নেটিজেনদের একাংশ তো আবার রাজের পর্ন কাণ্ডে জড়ানো নিয়েও খোঁচা দিয়েছেন। একজন লিখেছেন জনপ্রিয় পর্নস্টার জনি সিন্সের সঙ্গে রাজের তুলনা করে লিখেছেন, ‘রাজ সিন্স’। আর একজন আবার লিখেছেন, ‘মনে হয় ওনার প্লাস্টিক সার্জারিটা একটু হয়তো ভুল হয়ে গিয়েছে’। একজন নেটিজেন আবার লিখেছেন, ‘পতি পর্নেশ্বর’। নেটিজেনদের এসব নানান ধরণের কমেন্ট দেখে এক প্রকার হাসির রোল উঠেছে নেটপাড়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥