• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাত সকালেই খারাপ খবর! প্রথম সন্তানকে হারিয়ে শোকে পাথর শিল্পা শেট্টি

একের পর এক মন খারাপের খবর। গত কয়েক দিন যাবতই সময় ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty)। প্রথমে স্বামী রাজ কুন্দ্রার পর্ণ কান্ডে জেল খাটার পর কার্যত ঝড় বয়ে গিয়েছে অভিনেত্রীর উপর দিয়ে৷ অশ্লীল ছবি (Pornography) বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত সোমবার অর্থাৎ ১৯ জুলাই রাতে শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। গ্রেফতারির পর ২৩ জুলাই তাকে এসপ্ল্যানেড আদালতে পেশ করা হয়। এরপর ২৭ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল

কিছুটা স্থিতিশীল হতে না হতেই ফের দুঃসংবাদ। শিল্পা শেট্টি একটি পুত্র এবং একটি কন্যা সন্তান রয়েছে। ছেলের নান ভিয়ান এবং কন্যা সামিশা। কিন্তু সামিশা ভিয়ান বাদেও শিল্পার প্রথম সন্তান এক পোষ্য। সেই সারমেয়র নাম প্রিন্সেস (Princess Shetty Kundra)। এদিন সকালে তার মৃত্যুতেই ভেঙে পড়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর খবর নিজেই জানিয়েছেন শিল্পা।

   

শিল্পা শেট্টি,কুকুর,কুকুরের মৃত্যু,প্রিন্সেস,Shilpa shetty,dog,dog's death,Princess shetty kundra

একটি ৩৫ সেকেন্ডের ভিডিও শেয়ার করে শিল্পা জানান, গত ১২ বছর ধরে তাদের পরিবারটাকে কার্যত মাতিয়ে রেখেছিলেন প্রিন্সেস। কিন্তু আজ সেই প্রিন্সেস রামধনু সেতু পেরিয়ে পরলোকে পাড়ি দিয়েছে। শিল্পা সাফ জানান প্রিন্সেসের জায়গা কেউই নিতে পারবেনা। শিল্পার হৃদয়ের অংশ নিয়েই প্রিন্সেস চলে গিয়েছে। প্রিন্সেসের আত্মার শান্তি কামনা করে শিল্পা জানিয়েছেন, তাঁরা সবাই তাকে মিস করবেন।

 

শিল্পার পোষ্যর মৃত্যু সংবাদ শুনে শোক প্রকাশ করেছেন ফারহা খান (Farha Khan), ভূমি পেডনেকর (Bhumi Pednekar)-রা। প্রিন্সেসের সাথে সময় কাটানোর সময় শিল্পার চোখে মুখে যে শান্তির প্রলেপ দেখা যেত তা ৩৫ সেকেন্ডের ভিডিওতে স্পষ্ট। এই মুহুর্তে ইন্ডিয়াস গট ট্যালেন্টের বিচারকের আসনে রয়েছেন অভিনেত্রী।