• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুন্দরী হতে একাধিক অপারেশন করিয়েছেন শিল্পা শেট্টি! অভিনেত্রীর পুরোনো ছবি দেখলে অবাক হবেন

শিল্পা শেট্টি,প্লাস্টিক সার্জারি,বলিউড,রাজ কুন্দ্রা,shilpa shetty,raj kundra,Bollywood,plastic surgery

অভিনয় থেকে নাচ, বিচারকের আসন থেকে স্টেডি অ্যান্ড ফিট থাকার টোটকা সবেতেই পারদর্শী বলি অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) । তার কাছে অসাধ্য বোধহয় কিছুই নেই। যেখানেই হাত দেন সেখানেই মনোযোগের সঙ্গে সেটা সম্পন্ন করেন শিল্পা। কিন্তু গত কয়েকদিন ধরেই শিল্পার নাম চর্চায় উঠে এসেছে তার স্বামী রাজ কুন্দ্রার কারণে। তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ তিনি বিভিন্ন মডেলদের দিয়ে পর্ণ শ্যুট করে তা একটি অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেন। এই খবর প্রকাশ্যে আসতেই অভিনেত্রীকে নিয়ে যথেচ্ছ চর্চা শুরু হয়।

নব্বইয়ের দশকের অন্যতম হিট অভিনেত্রী দের একজন শিল্পা শেট্টি। বলিউডে শিল্পা একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। দীর্ঘদিন চলচ্চিত্র জগতের সাথে যুক্ত হলেও বেশ কয়েজ বছর ছবিতে আর কাজ করেন না শিল্পা। আজ দেখে নেব অভিনয় জগতে আসার আগে শিল্পা ঠিক কেমন ছিল। আসলে আজকের শিল্পা শেট্টিকে দেখে ঘুম ওড়ার জোগাড় হয় ৮ থেকে ৮০ এর। কিন্তু আপনি কি জানেন এই পুরো সৌন্দর্যর পিছনেই রয়েছে একাধিক অপারেশন।

শিল্পা শেট্টি,প্লাস্টিক সার্জারি,বলিউড,রাজ কুন্দ্রা,shilpa shetty,raj kundra,Bollywood,plastic surgery

প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজেকে সুন্দর করেছেন অভিনেত্রী। শিল্পার পুরনো ছবি দেখে কেউ বিশ্বাস করতে পারছে না যে সে শিল্পা। যাইহোক, যেখানে অনেক অভিনেত্রী প্লাস্টিক সার্জারি মানতে অস্বীকার করেন, সেখানে শিল্পা এটাকে সত্য বলে মেনে নিয়েছিলেন।

শিল্পা শেট্টি,প্লাস্টিক সার্জারি,বলিউড,রাজ কুন্দ্রা,shilpa shetty,raj kundra,Bollywood,plastic surgery

ইন্ডাস্ট্রিতে আসার প্রথমদিকে শিল্পাকে আজকের মতো দেখতে ছিলনা। তার গায়ের রঙ ছিল শ্যামলা, নাকের উচ্চতাও আজকের মতো ছিলনা। তাই প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়ে তিনি তার গায়ের রঙ থেকে নাকের উচ্চতা সবই পরিবর্তন করেছিলেন।

শিল্পা শেট্টি,প্লাস্টিক সার্জারি,বলিউড,রাজ কুন্দ্রা,shilpa shetty,raj kundra,Bollywood,plastic surgery

শিল্পা দুইবার নাকের অস্ত্রোপচার করেছিলেন এবং রঙকে সাদা করার জন্য অস্ত্রোপচারও করেছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে শিল্পা এই সত্যটি কখনো গোপন করেননি কিন্তু খোলাখুলি স্বীকার করেছেন যে তিনি নাকের সার্জারি করেছেন।

Raj Kundra Shilpa Shetty

এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বললেন -‘ হ্যাঁ, আমি এটা করেছি, এতে অস্বীকার করার কি আছে?’ অস্ত্রোপচারের পর শিল্পার চেহারায় এক অসাধারণ পরিবর্তন এসেছে। শুধু তাই নয়, তিনি যোগ এবং ব্যায়ামের মাধ্যমে তার শরীর ফিট রাখেন। শিল্পার আগের ছবি দেখে তাদের চেনা মুশকিল। ৪৫ বছর পেরিয়ে যাওয়া শিল্পাকে এখন আগের চেয়ে অনেক বেশি হট দেখায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥