• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশে যাবে ‘ঝিন্টি’র প্রেমিক আর ‘কালারফুল বয়’! শান্তিনিকেতনের রাস্তায় দেখা যাবে মদন-শিলাজিৎ জুটি

Published on:

Shilajit Majumder Madan Mitra getting united for music video

গানের জগতে শিলাজিৎ মজুমদার (Shilajit Majumder) নামটা বেশ পরিচিত। তাঁর বানানো গান আজও বাঙালিদের মুখে ঘুরে বেড়ায়। বিশেষ করে ‘ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস’ গান আজ প্রতিটা বাঙালির ছেলেবেলা থেকে বড় হয়ে ওঠার মাঝের স্মৃতি মনে করিয়ে দেয়। নিজের গানের সৃষ্টির দৌলতে আজও সকলের কাছে সমান জনপ্রিয়। অন্যদিকে মূলত রাজনীতির লোক তথা তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। জানা যাচ্ছে একসাথে গান গাইতে চলেছেন মদন মিত্র ও শিলাজিৎ মজুমদার।

রাজনীতির লোক হলেও গানের প্রতি দারুন টান রয়েছে মদন মিত্রের। ইতিমধ্যেই একটি মিউজিক ভিডিওতে গানও গেয়েছেন। যা বেশ ভাইরালও হয়েছিল। এবার একসাথে মিশে যাচ্ছেন দুই গায়ক মদন শিলাজিৎ। দুজনে মিলে তৈরী করবেন একটি মিউজিক ভিডিও। ইতি মধ্যেই সংবাদ মাধ্যমকে এই বিষয়ে জানিয়েও দিয়েছেন তিনি।

শিলাজিৎ মজুমদার,মদন মিত্র,Shilajit Majumder,Madan Mitra,Madan Mitra Shilajit Majumder Singing Together

যেমনটা জানা যাচ্ছে মদন মিত্রই গান গাইবেন। সাথে বাজনা বাদক হিসাবে থাকছেন শিলাজিৎ মজুমদার। দুজনের মধ্যেই কথাবার্তাও  হয়েছে। তবে সবটা ফাইনাল হবার আগে হয়তো আরও কিছু কথাবার্তা হবে। নতুন মিউজিক ভিডিও প্রসঙ্গে শিলাজিৎ জানিয়েছেন, বিধায়ককে নিয়ে একটি গান রচনা করেছেন তিনি। সেই সময়েই মদন মিত্র নিজে গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এর পরেই এই বিশেষ মিউজিক ভিডিও তৈরির চিন্তাভাবনা শুরু।

শিলাজিৎ মজুমদার,মদন মিত্র,Shilajit Majumder,Madan Mitra,Madan Mitra Shilajit Majumder Singing Together

শিলাজিৎ জানান, মদন মিত্র মন প্রাণ দিয়ে গানটা করেন ঠিকই, তবে সুরের একটি গোলমাল আছে। সেটা অবশ্য একটি তালিম দিলেই ঠিক হয়ে যাবে। গায়ক শিলাজিৎ এর বাড়ি গড়গড়িয়া। তাঁর ইচ্ছা মদন মিত্রকে সেখানে নিয়ে যাবেন। হয়তো সেখানেই হবে মিউজিক ভিডিওর শুটিং।

প্রসঙ্গত, এর আগেও জুটি বেঁধেছিলেন মদন মিত্র। তবে আগেরবার শিলাজিৎ নয় নচিকেতার সাথে জুটি বেঁধে ছিলেন তিনি। পুরভোটের সময় সবুজ শিবিরের জন্য ‘খেলার গান’ তৈরির জন্য। তবে সেবারে নিজে গান গাননি মদন মিত্র। আসল গান নচিকেতা গেয়েছিলেন আর ভাষাপাঠে ছিলেন মদন মিত্র।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥