শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) নামটা বিনোদন জগৎ সম্পর্কে যারা খোঁজ রাখেন তাদের সকলের কাছেই পরিচিত। আবার টলিপাড়ায় শিবপ্রসাদ-নন্দিতা (Shibprasad Mukherjee-Nandita Roy) জুটি সর্বদায় প্রশংসিত হয়ে এসেছে। আসলে তাদের তৈরী ও অভিনীত প্রতিটা ছবিই দর্শকমনে দাগ কাটতে সার্থক। শেষ রিলিজ হওয়া ‘রক্তবীজ’ ছবিও সুপারহিট। আর এবার আগামী ছবির ঘোষণা করলেন তাঁরা।
আজ অর্থাৎ পয়লা ডিসেম্বরেই নতুন ছবির ঘোষণা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। নতুন ছবির নাম ‘আমার বস’। তবে ছবি তৈরির আগেই অসাধ্য সাধন করেছেন পরিচালকদ্বয়। কারণ ছবিতে থাকছেন বর্ষীয়ান অভিনেত্রী রাখী গুলজার। দীর্ঘদিন পর আবারও বাংলা ছবিতে দেখা যাবে তাঁকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন শ্রাবন্তী চ্যাটার্জী।
রাখি গুলজারের পাশে বসে থাকা একটা ছবি পোস্ট করেই ‘আমার বস’ সিনেমার অফিসিয়াল ঘোষণা করলেন পরিচালক। পোস্টার ক্যাপশনে লেখা ছিল, ‘আমাদের সব সিনেমা ওনার দ্যাখা। সবচেয়ে প্রিয় হামি। উনি আমাদের রাখীদি। আপনাদের কাছে রাখী গুলজার। আমাদের পরের সিনেমার মুখ্য চরিত্রে উনি। আর একটা ইচ্ছে পূরণ। আজকের সকালটা স্পেশাল।’
রাখি গুলজারকে শেষবার দেখা গিয়েছিল ২০০৩ সালে রিলিজ হওয়া ‘শুভ মহরত’ সিনেমায়। তবে নতুন ছবির ঘোষণা করলেও, গল্প কি হবে তা সম্পর্কে কিছুই জানা যায়নি। যেটা জানা গিয়েছে সেটা হল কাহিনী ও চিত্রনাট্য লেখার দায়িত্বে রয়েছেন নন্দিতা রায়। এছাড়াও আগামী জানুয়ারি থেকেই শুটিং চালু হবে। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই শ্রাবন্তী চ্যাটার্জীর হাতে একটি আইকনিক চরিত্র রয়েছে। ‘দেবী চৌধুরানী’ চরিত্রে পর্দায় দেখা যাবে তাকে। নিজের সবটুকু দিয়ে প্রস্তুতি চালাচ্ছেন দর্শকদের সেরাটা উপহার দেওয়ার জন্য। ঘোড়া চালানো থেকে তরোয়াল চালানোও শিখেছেন ছবির জন্যই। এখন অপেক্ষা আসন্ন এই ছবির রিলিজের। ভক্তদের আশা কামব্যাক করে সকলকে চমকে দেবেন শ্রাবন্তী।