• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হামি! মনে আছে নিশ্চই, সিনেমার সেই লাল্টু-মিতালীর ‘রামধনু’ পেরোল রঙিন সাতটি বছর

প্রতিবছরই  বাংলা সিনেমা জগতে বহু সিনেমা রিলিজ হয়। তবে সব ছবি কিন্তু মনের মধ্যে আলাদা একটা জায়গা ধরে রাখতে সক্ষম হয়নি। কিছু ছবির গল্প সমাজের বাস্তব চিত্রটা তুলে ধরার পাশাপাশি আমাদের জীবনের সাথে একাত্ম হয়ে যায়। এমনই একটি ছবি হল ‘হামি’। ২০১৮ সালে রিলিজ হওয়া ছবিটিতে শিবপ্রসাদ মুখার্জী (Shiboprosad Mukherjee) ও গার্গী রায়চৌধুরীকে (Gargi Roychowdhury) দেখা গিয়েছিল দম্পতি হিসেবে।

মধ্যবিত্ত পরিবারের একেবারে বাস্তব চিত্রই যেন পর্দায় দেখেছিল বাঙালি। লাল্টু ও মিতালীর সন্তান বোধিসত্ত্বকে ইংরেজি মিডিয়ামে ভর্তি করে এক অদ্ভুত পরিস্থিতির  মধ্যে পড়তে হয়েছিল।  সেই কাহিনীই তুলে হদরা হয়েছিল। তবে হামি ছবিটা কিন্তু একেবারে প্রথম নয়। এর আগের এক ছবি থেকে এসেছিল মূল অনুপ্রেরণা। ছবিটির নাম হল ‘রামধনু’।

   

Shiboprosad Mukherjee,Gargi Roychowdhury,Ramdhanu,Tollywood,Bengali Cinema,বাংলা সিনেমা,টলিউড,রামধনু,শিবপ্রসাদ মুখার্জী,গার্গী রায়চৌধুরী

২০১৮ সালের জুন মাসের ৬ তারিখে রিলিজ হয়েচিল ছবিটি। ছবিতে দেখা গিয়েছিল হামি ছবির লাল্টু আর মিতালীকে। সেই ছবিতেও সন্তানকে ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি করতে পাড়ার চ্যালেঞ্জ নিয়ে তৈরী হয়েছিল সিনেমাটি। সন্তানকে ভালো ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে গেলে নাকি মা-বাবাকেও গড়গড় করে বলতে হবে ইংরেজী। অথচ লাল্টু-মিতালীর ক্ষেত্রে এটাই হয়েছিল হীনমন্যতার কারণ।

শয়ে শয়ে কমার্শিয়াল ছবির ভিড়ে ভিন্ন স্বাদের ছবির কাহিনী মন ছুঁয়েছিল বাঙালিদের। সুপার হিট হয়েছিল ‘রামধনু’ ছবিটি। দেখতে দেখতে ৭ বছর পেরিয়ে গিয়েছে ছবির রিলিজের পর। তবে ‘রামধনু’ ছবির সেই কাহিনী কিন্তু একইরকম গেঁথে রয়ে গেছে বাঙালি হৃদয়ে। সম্প্রতি সেই স্মৃতিই খানিক উসকে দিলেন অভিনেতা তথা চিত্র পরিচালক শিবপ্রসাদ মুখার্জী।

সম্প্রতি নিজের ফেসবুকে সাতবছর পুরোনো ‘রামধনু’-র একটি ছবি শেয়ার করেছেন শিবপ্রসাদ মুখার্জী। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ বিয়েতে সাত বছরের চুলকানি বলে কিছু আছে । লাল্টু আর মিতালি আজ সাত বছরে পা দিল রামধনুর সাথে’। অর্থাৎ সাত বছর বেরোল ছবিটি রিলিজ হয়ে। সেই উদ্দেশ্যেই ছবিটি শেয়ার করা।

ছবিটি শেয়ার হবার পর বহু বাঙালি সিনেমাপ্রেমীরা ছবিতে লাইক করেছেন। আসলে অনেকেরই এখনো স্পষ্ট মনে আছে ছবির সেই কাহিনী। তাছাড়া ছবিতে যেমন বাস্তবমুখী একটি কাহিনী ছিল তেমনি ছিল প্রশংসনীয় অভিনয়। ছবির কমেন্ট বক্সেও এই একই চিত্র দেখা গেল। বহু নেটিজেন ছবিতে তাঁর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। পাশাপাশি অনেকেই তাঁর থেকে এমনই আরো ছবির অপেক্ষায় রয়েছেন সেই কথা জানিয়েছেন।