গতমাসেই বিয়ে সেরেছেন বলিউডের অভিনেতা ফারহান আখতার (Farhaan Akhtar) ও শিবানী দান্ডেকার (Shivani Dandekar)। তবে বিয়ে মিটতেই তার মা হবার খবরে রীতিমত তোলপাড় হয়ে গিয়েছে। যার কারণ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা একটি ছবি। ছবিতে টাইট পোশাকের ফাঁকে দেখা যাচ্ছে বেবিবাম্প (Baby bump)। এমনটাই মনে হয়েছে নেটিজেনদের অনেকেরই। আর সেই খবর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে ঝড়ের মত।
বেবিবাম্পের ছবি ভাইরাল হতেই আসতে শুরু হয়েছে মা হওয়ার আগাম শুভেচ্ছা। আবার অনেকেই কটাক্ষ করেছেন, যে কিভাবে বিয়ের কয়েক সপ্তাহের মধ্যেই বেবিবাম্প হয়ে গেল! তবে অনেক সময় এমনও হয় যা রটে তা আসলে ঘটে না। ফারহান-শিবানীর ক্ষেত্রেও কি তাই হয়েছে? এবার আসল সত্যি জানাতে মুখ খুললেন শিবানী নিজেই।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন ফারহানপত্নী শিবানী। ছবিতে ব্রা আর কালো শর্টস পরে দেখা যাচ্ছে তাকে। তবে লক্ষকরার বিষয় হল যে বেবিবাম্প নিয়ে জল্পনা ছড়িয়েছিল তার বিন্দুমাত্রও দেখা গেল না। অর্থাৎ তিনি প্রেগনেন্ট নন। একথা প্রমাণ করতেই এই ভিডিও স্টোরি শেয়ার করেছেন শিবানী।
ভিডিও স্টোরি শেয়ার করে শিবানী ক্যাপশনে লিখেছেন, ‘আমি নারী! আর হ্যাঁ, আমি প্রেগন্যান্ট নই’। অবশ্য এখানেই শেষ নয়! ছবিতে তাহলে কেন উঁচু লাগছিলো শিবানীর পেট? এই প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। লিখেছেন, সেদিন একটু বেশিই টাকিলা খাওয়া হয়ে গিয়েছিল। সেটাই দেখা গেছিলো। সাথে রয়েছে বেশি কিছু ইমোজি।
View this post on Instagram
প্রসঙ্গত, ১৯শে ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন ফারহান আখতার ও শিবানী দান্ডেকার। বিগত তিন বছর ধরে একেঅপরের সাথে প্রেম করছিলেন দুজনে। শেষ মেশ ২০২২ এ এসে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। এলাহী ভাবেই আয়োজন করা হয়েছিল বিয়ের। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হৃত্বিক রোশন,কারিনা কাপুর, মালাইকা অরোরা, ফারাহ খান থেকে আরও অনেক বলি তারকারা। একপ্রকার চাঁদের হাট হয়ে গিয়েছিল বিয়ের মণ্ডপ।