দুদশকের বেশি সময় ধরে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita adhya)। সম্প্রতি অভিনেতির ছোট পর্দায় ফেরার খবর মিলেছে। ‘লক্ষী কাকিমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar) সিরিয়ালের হাত ধরেই ছোট পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী। প্রায় চার বছর পর জি বাংলার এই সিরিয়ালে দেখা যাবে অভিনেত্রীকে। ইতিমধ্যেই নতুন এই সিরিয়ালের প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে।
‘লক্ষীর ভান্ডার’ দোকানকে কেন্দ্র করেই তৈরী হয়েছে সিরিয়াল। যেটা সামলান লক্ষী কাকিমা অর্থাৎ অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সাথে লক্ষী কাকিমার স্বামীর চরিত্রে অভিনয় করবেন বিখ্যাত অভিনেতা দেবশঙ্কর হালদার। তবে সিরিয়ালে আরও বেশ কিছু চরিত্র রয়েছে। যেমন লক্ষী কাকিমার বৌমা, কিন্তু কোন অভিনেত্রী থাকবেন এই চরিত্রে সেটা শুরুতে জানা যায়নি।
প্রাথমিকভাবে শোনা গিয়েছিল ‘কৃষ্ণকলি’ সিরিয়ালের অভিনেত্রী তিয়াশা রায়কে (Tiasha Roy) দেখা যাবে এই চরিত্রে। তবে এবার কনফাম হয়ে গেল, ‘ভাগ্যলক্ষী’ সিরিয়ালের নায়িকা শার্লি মোদক (Sherly Modak) থাকবেন লক্ষী কাকিমার বৌমার চরিত্রে। প্রযোজক সুশান্ত দাস নিজেই জানিয়েছেন এই সুখবর। এই সিরিয়ালের হাত ধরেই আবার ছোটপর্দায় কামব্যাক করবেন অভিনেত্রী।
এছাড়াও সিরিয়ালে লক্ষী কাকিমার ছেলের ভূমিকায় থাকছেন অভিনেতা শৌভিক বন্দ্যোপাধ্যায়। স্বামী স্ত্রী হিসাবে সৌভিক-শার্লি জুটি নতুন নয়। এর আগেও ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালে একসাথে জুটি বেঁধেছিলেন দুজনে। এবার আবারও সেই জুটিকে দেখতে পাবেন দর্শকেরা।
যেমনটা জানা যাচ্ছে সিরিয়ালে শার্লির চরিত্রে নাম হতে চলেছে হংসিনী। ইতিমধ্যেই শুটিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। যদিও প্রথম প্রোমো ভিডিও রিলিজ করেছে। তবে সেই প্রোমোটে শার্লি বা সৌভিক কারোর সেভাবে দেখা মেলেনি। হয়তো খুব শীঘ্রই তাদের নিয়ে নতুন প্রোমো ভিডিও দেখা যাবে। আর তারপরেই টিভির পর্দায় দর্শকেরা দেখতে পাবেন লক্ষী কাকিমাকে।
প্রসঙ্গত, সিরিয়ালের কাহিনী অনুযায়ী লক্ষী কাকিমা একা হাতেই ঘর সংসার সামলে দোকানও সামলান। স্বামীর সাথে সম্পর্ক যে খুব ভালো তা নয়, একপ্রকার উদাসীন বলা চলে। এদিকে সংসারের আর্থিক স্বচ্ছলতার কথা ভাবতে গিয়ে লক্ষী কাকিমা নিজেই দোকান সামলাচ্ছেন। সব মিলিয়ে ঘর বাইরে সামলে বৌমা আর স্বামীর সাথে দিন কাটানোর কাহিনী এই সিরিয়ালটি। দর্শকেরাও নতুন এই সিরিয়াল আরম্ভ হবার জন্য প্রতীক্ষায় রয়েছেন।