• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিরাকেল হবেই! সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য নিয়ে ফের সরব শেখর সুমন

Published on:

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রায় ৬ মাস অতিবাহিত হয়ে গেছে। যদিও এনসিবি হোক বা সিবিআই, মৃত্যুরহস্যের তদন্ত করতে গিয়ে কালঘাম ছুটেছে প্রত্যেকেরই। ম্যারাথন জেরা হোক বা চিরুনিতদন্ত, মামলার নিষ্পত্তি হয়নি এখনও। সুশান্তকে বিচার পাইয়ে দেওয়ার বিষয়ে বারংবার সরব হয়েছেন বলিঅভিনেতা শেখর সুমন। সম্প্রতি ট্যুইটারে তিনি জানান যে তিনি এমন এক মিরাকলের অপেক্ষায় রয়েছেন, যা এই রহস্যের সকল পর্দা ফাঁস করবে।

মৃত্যুরহস্যে জলঘোলা করার অভিযোগে অতীতে মিডিয়াকে দুষেছেন শেখর সুমন, পাশাপাশি সিবিআইয়ের তদন্তের খামতিকেও সকলের সম্মুখে আনার চেষ্টা করেছেন তিনি। যদিও সুশান্তের বিষয়ে তাঁর সাম্প্রতিকতম বক্তব্য নাড়িয়ে দিয়েছে সকলকেই। সুমনের ট্যুইট থেকে তাঁর অন্তরের হতাশা প্রত্যক্ষ করেছেন নেটিজেনরা। আসলে সুশান্তের মৃত্যুর পর সুমনই প্রথম বলিতারকা, যিনি সিবিআই হস্তক্ষেপের দাবি তোলেন। তাছাড়া বিহারের পাটনায় মৃত অভিনেতার পরিবারের সঙ্গেও দেখা করতে যান তিনি।

এ বছরের ১৪ই জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় পাওয়া যায় সুশান্ত সিং রাজপুতকে। মুম্বই পুলিশ তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও পাটনায় অভিনেতার বাবা কেকে সিং এই মৃত্যুকে ‘খুন’ বলে উল্লেখ করে এফআইআর দায়ের করেন। তারপরেই বিহার প্রশাসন মহারাষ্ট্রের পুলিশের সাথে যোগাযোগ করে। পরবর্তীতে ‘হাই প্রোফাইল কেস’ হিসেবে সিবিআই তদন্তের দায়ভার নেয়। যদিও রহস্যের জট ছাড়ানো যায়নি এখনও!
[12/5, 10:45 AM] Ashad Ju Pg 1:

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥