• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিদ্ধার্থ ছাড়াই বিগবসের মঞ্চে শেহনাজ! অভিনেত্রীর অসহায় মুখ দেখেই কেঁদে ফেললেন সলমন খান

Published on:

শেহনাজ গিল,সিদ্ধার্থ শুক্লা,সালমান খান,বিগবস ১৫,ফাইনাল,Shehnaaz gill,sidharth shukla,sidnaaz,Salman khan

বিগবসের ঘর থেকেই শেহনাজ গিল (Shehnaaz Gill ) আর সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla) নাম জুড়ে তৈরি হয়েছিল তাদের নতুন পরিচয় সিডনাজ (SidNaaz) সারাক্ষণ দুটিতে মিলে সবসময় মাতিয়ে রাখতেন বিগবসের ঘর। কত অনুরাগী যে কেবল তাদের একসাথে দেখবেন বলেই বিগবস খুলে বসতেন তার ইয়ত্তা নেই। বিগবসের ঘরে জয়ীও হিয়েছিলেন সিদ্ধার্থ৷ তবে শেহনাজ আগেই জানিয়েছিলেন তিনি বিগবস নয় সিদ্ধার্থকে জিততে এসেছেন৷ কিন্তু তারপরই আচমকা সব কেমন যেন বদলে গেল, হঠাৎই সব আলো নিভিয়ে চলে গেলেন সিদ্ধার্থ শুক্লা। আর তারপর থেকে সিডনাজ নামটাও ভেঙে চুরমার হয়ে গেল।

নিষ্পাপ মুখ, মিষ্টি হাসি আর বাচ্চাদের মতো কাজ করতেই বেশি দেখা যেত অভিনেত্রী শেহনাজ গিলকে। কিন্তু সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর সেই চির চেনা ছটফটে মেয়েটা খুব ভেঙে পড়েছিল। ঘনিষ্ঠ সূত্রের খবর, কারও সঙ্গে কথা পর্যন্ত বলতেন না তিনি, একা একটি ঘরে থাকতেন৷ এমনকি সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন সিদ্ধার্থের প্রেমিকা। সিদ্ধার্থের জন্য চোখের জল ফেলতে ফেলতে আজ শোকে পাথর হয়ে গিয়েছেন শেহনাজ।

শেহনাজ গিল,সিদ্ধার্থ শুক্লা,সালমান খান,বিগবস ১৫,ফাইনাল,Shehnaaz gill,sidharth shukla,sidnaaz,Salman khan

সময় যেমন বয়ে যায় তেমনই কোনোও কিছুর জন্যই কোনোও কিছুই থেমে থাকেনা৷ আজ এবং আগামী কাল দুদিন ধরে কালার্স টিভিতে অনুষ্ঠিত হবে ‘বিগবস ১৫’ এর গ্র‍্যান্ড ফিনালে। সেই উপলক্ষেই এদিন মঞ্চে উপস্থিত হয়েছিলেন শেহনাজ। আর তাকে স্বাগত জানান স্বয়ং সালমান খান।

শেহনাজ গিল,সিদ্ধার্থ শুক্লা,সালমান খান,বিগবস ১৫,ফাইনাল,Shehnaaz gill,sidharth shukla,sidnaaz,Salman khan

সিদ্ধার্থ শুক্লাকে বিগবসের মঞ্চে শেষ শ্রদ্ধা জানাতেই এদিন উপস্থিত ছিলেন শেহনাজ। কিন্তু সলমনের মুখোমুখি হতেই আর চোখের জল ধরে রাখতে পারেন নি শেহনাজ। আর অভিনেত্রীর অসহায় অবস্থা দেখে চোখে জল চলে আসে সলমনের ও। কাঁদতে কাঁদতে শাহনাজকে জড়িয়েও ধরেন ভাইজান। দাবাং খ্যাত অভিনেতাও আবেগপ্রবণ হয়ে পড়েন এবং চোখের জল ধরে রাখতে পারেননি। এই মুহূর্তটি প্রতিটি সিডনাজ ভক্তকে খুব আবেগপ্রবণ করেছে। তারা শেহনাজকে শক্ত থাকতে বলছে, এবং আগামী জীবনের শুভেচ্ছা জানিয়েছেন। এই ভিডিও ভাইরাল হতেও বেশি সময় লাগেনি।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥