• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডে সুযোগ দেওয়ার নামে ঠকিয়েছে! গুরুতর অভিযোগ সালমানের বিরুদ্ধে, ছবি ছাড়লেন শেহনাজ

Published on:

Shehnaaz Gill lefts Salman Khan movie

সাম্প্রতিক অতীতে সলমন খানের (Salman Khan) সঙ্গে যে অভিনেত্রীকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে তিনি হলেন ‘বিগ বস’ খ্যাত শেহনাজ গিল (Shehnaaz Gill)। ভাইজানকে জড়িয়ে ধরে তাঁর বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমেও বেশ ভাইরাল হয়েছিল। জানা গিয়েছিল, সলমনের হাত ধরেই বলিউড ডেবিউ হতে চলেছে সিদ্ধার্থ শুক্লার প্রেমিকার।

তবে সানার বলিউড ডেবিউর স্বপ্ন কিন্তু অধরাই রয়ে গেল। ভাইজানের হাত ধরে  বলিউড ডেবিউর স্বপ্ন পূরণ হল না তাঁর। বলিউডের অন্দরের সূত্র মারফৎ জানা গিয়েছে, সলমন খানের ‘কভি ঈদ কভি দিওয়ালি’ (Kabhi Eid Kabhi Diwali) ছবি ছেড়ে বেরিয়ে গিয়েছেন শেহনাজ।

Shehnaaz Gill

‘বিগ বস’ খ্যাত এই অভিনেত্রী যে শুধুমাত্র সলমনের ছবি ছেড়েছেন তাই নয়, সব ধরণের সামাজিক মাধ্যম থেকে সলমনকে আনফলোও করে দিয়েছেন তিনি। এরপর থেকে দু’জনের সম্পর্কের অবনতি হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। নেটিজেনদের একাংশের অনুমান, সলমনের সঙ্গে মন কষাকষি চরমে ওঠায় ছবি ছাড়ার পর তাঁকে সামাজিক মাধ্যম থেকে আনফলো করার সিদ্ধান্ত নেন সানা।

তবে শেহনাজ কিন্তু একা নন। সলমনের এই ছবি ছেড়ে অতীতেও বহু বলিউড তারকা সরে দাঁড়িয়েছেন। চলতি বছরের মে মাসে ‘কভি ঈদ কভি দিওয়ালি’ ছবি থেকে সরে দাঁড়ান সলমনের ভগ্নিপতি আয়ুষ শর্মা। শোনা গিয়েছিল, সলমন খান ফিল্মসের সঙ্গে সৃজনশীল মতপার্থক্যের জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলেন ‘অন্তিম’ খ্যাত এই অভিনেতা।

Salman Khan

তবে শুধুমাত্র শেহনাজ এবং আয়ুষই শুধু নন, সলমনের ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন অভিনেতা জাহির ইকবালও। এই মুহূর্তে পরপর তিন অভিনেতা সরে দাঁড়ানোয় ফের তাঁদের স্থানে নতুন অভিনেতা-অভিনেত্রীদের খোঁজ শুরু করেছেন ‘কভি ঈদ কভি দিওয়ালি’র নির্মাতারা।

পরপর তিন অভিনেতা-অভিনেত্রী ছেড়ে দেওয়ার পর এই মুহূর্তে ‘কভি ইদ কভি দিওয়ালি’তে টিকে থাকলেন শুধুমাত্র নায়িকা পূজা হেগড়ে, সিদ্ধার্থ নিগম এবং রাঘব জুয়াল। ফারহাদ সামজি পরিচালিত এবং সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই সিনেমা সলমন খানের ৫৭তম জন্মদিনের তিন দিন পর মুক্তি পাবে বলে জানা যাচ্ছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥