• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোনাক্ষীকে ত্যাজ্য করলেন বাবা! মেয়েকে এক পয়সাও দেবেন না, সাফ জানালেন শত্রুঘ্ন সিনহা

Sonakshi sinha,Shatrughna sinha,shatrughna Singh’s net worth,Bollywood news,Entertainment news,সোনাক্ষী সিনহা,শত্রুঘ্ন সিনহা,শত্রুঘ্ন সিনহার বার্ষিক আয়,বলিউডের খবর,বিনোদনের খবর,Bollywood,Gossip,বলিউড,গসিপ

বলিউডে স্টারকিড দের রমরমা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ইন্ডাস্ট্রির অন্দরের যে নেপোটিজম প্রসঙ্গ মাথা চাড়া দিয়ে উঠেছিল তা কারোরই অজানা নয়। তবে এমন কিছু তারকাও রয়েছেন যারা ছেলে মেয়েদেরকে নিয়ে বিন্দুমাত্র মাতামাতি করেন না। আজ আপনাদের বলব এমনই এক ব্যতিক্রম গল্প। বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা শত্রুঘ্ন সিনহা (Shatrughna sinha)। অভিনয়ের পাশাপাশি রাজনীতির জগতেও নিজের বিশেষ ছাপ রেখেছেন। তিনি বিহারের পাটনা লোকসভা কেন্দ্রে দীর্ঘ দিনের সাংসদ ছিলেন। বর্তমানে শত্রুঘ্ন সিনহা পশ্চিমবঙ্গের অন্তর্গত আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন।

অভিনেতার মেয়ে সোনাক্ষী সিনহা ও নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তার অসাধারণ অভিনয়ের কারনে আজ তার জগত জোড়া খ্যাতি। বলিউডে শত্রুঘ্নর দাপটই আলাদা। বলিউডে এনাকে সবাই চেনে তার ডায়লগের জন্য। অসাধারণ অভিনয়ের সাথে সাথে ছিল ডায়লগের অসাধারণ টাইমিং। যার দরুন একটা সময় তার প্রায় প্রতিটা ছবিই সুপারহিট হত।

Sonakshi SInha Satrughna Sinha

একসময়ের তাবড় অভিনেতা তিনি। তাই তার সম্পত্তি আগামী ৩ প্রজন্ম বসে খেয়েও শেষ করতে পারবেনা। কিন্তু এত সম্পত্তি থাকার পরেও শত্রুঘ্ন মুখ ঘুড়িয়েছেন কন্যা সোনাক্ষীর থেকে। শত্রুঘ্ন সিনহার পরিবারে রয়েছে তার দুই ছেলে লব সিনহা ও কুশ সিনহা, তার এক মেয়ে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এনারাও যে যার নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও জনপ্রিয়। তবে এদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় সোনাক্ষী সিনহা। যাকে অনেকে বলিউডে আসলি সোনা নামেও চেনে।

কিন্তু বাবা মেয়ের মধ্যে বিশেষ বনিবনা নেই, তা নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল পেজ থ্রির পাতাও। খুব সম্প্রতি বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা ঘোষণা করেন যে তার মেয়ে অর্থাৎ সোনাক্ষী সিনহা তার সমস্ত সম্পত্তির কানাকড়িও পাবে না। প্রকাশ্যে কপিল শর্মার জনপ্রিয় শোতে বসেই এই কথা ঘোষণা করেন অভিনেতা। যদিও কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেতা তা নিয়ে তোলপাড় শুরু হয় নেটপাড়ায়। অভিনেতা জানান, তার সমস্ত সম্পত্তির উত্তরাধিকার হবেন তার দুই পুত্র লব এবং কুশ।

Sonakshi SInha সোনাক্ষী সিনহা

কিন্তু এমনকি হল যে শত্রুঘ্ন তার নিজের সমস্ত সম্পত্তি থেকে বহিষ্কার করলেন সোনাক্ষীকে। উত্তরে শত্রুঘ্ন সিনহার সাফ জবাব, তার মেয়ে সোনাক্ষী নিজের গুনে নিজের জায়গায় প্রতিষ্ঠিত। শত্রুঘ্ন মনে করছেন এই সম্পত্তির অংশ তার দুই ছেলে লব ও কুশ পেলে তারা প্রতিষ্ঠিত হতে পারবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥