একটা সময় ছিল যখন বলিউডের (Bollywood) ছবি দেখতে ভিড় জমত সিনেমা হলে। নতুন ছবি এলেই ব্যানার পুজো থেকে উপচে পড়া ভিড়, দিনের পর দিন হাউসফুল দেখা যেত। কিন্তু সেসব এখন অতীত, একপ্রকার মন্দা চলছে বলি ইন্ডাস্ট্রিতে। কয়েকশো কোটি খরচ করেও ফ্লপ হচ্ছে একেরপর এক ছবি। এমতাবস্থায় ইন্ডাস্ট্রির অন্দরের কথা ফাঁস করে একপ্রকার ক্ষোভ প্রকাশ করলেন শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)।
বলিউডের বিখ্যাত অভিনেতাদের মধ্যে একজন শত্রুঘ্ন সিনহা। মনে যেটা সেটা সোজাসুজি মুখে বলতে বরাবরই ভালোবাসেন অভিনেতা। একসময় পর্দায় দুর্দান্ত অভিনয় করে মন জিতলেও বর্তমানে অভিনয়ে আর দেখা মেলেনা। বরং রাজনীতিতেই নিজেকে নিয়োজিত করেছেন তিনি। তবে বলি ইন্ডাস্ট্রির খোঁজ তিনি ঠিকই রাখেন।
এই তো কিছুদিন আগেই স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল রাশিদ খানকে (Kamal Rashid Khan) নিয়ে মুখ খুলেছিলেন তিনি। প্রয়াত ইরফান খান এবং ঋষি কাপুর সম্পর্কে বিতর্কিত টুইটের জেরে শ্রীঘরে গিয়েছিলেন কেআরকে। সাথে এক উঠতি অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। এই সময় অন্য সকলে চুপ থাকলেও শত্রুঘ্ন সিনহা একমাত্র মুখ খোলেন।
তিনি জানান, কেআরকে ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এরপর অনেকেই সমালোচনা শুরু করেছিলেন শত্রুঘ্ন সিনহাকে নিয়ে। এমনকি তাঁর মেয়ে সোনাক্ষিকেও টেনে আনা হয়েছিল। তবে, সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে আবারও মুখ খুললেন অভিনেতা। এদিন তিনি নিজের বক্তব্য স্পষ্ট করে জানান, কেআরকে এর সমর্থন করেছি মানে তাঁর মন্তব্যকে মোটেই সমর্থন করছেন না তিনি।
অভিনেতা আরও জানান, যুক্তি দিয়ে মতের বিপরীতে মত প্রকাশ প্রয়োজন। কিছু তারকা কেআরকের বিরুদ্ধে আছেন মানেই সবাই তা কিন্তু নয়। এরপর বলিউড ইন্ডাস্ট্রির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি জানান, বলিউডে কেউই ধোয়া তুলসী পাতা নন। সুপারস্টারদের কান্ডকারখানা সবাই দেখছে। ইন্ডাস্ট্রিতে সবাই যে একটা পরিবারের মত সেটা অনেকেই ভুলে যায়!