• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের বিরুদ্ধে মুখ খোলাটাই কাল হল, চক্রান্তের শিকার KRK! বিস্ফোরক মন্তব্য শত্রুঘ্ন সিনহার

Published on:

Shatrughan Sinha comments on KRK getting arrested

স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক (Films Critic) কেআরকে (KRK) অতীতে একাধিকবার বলিপাড়ার একাধিক নামী তারকাকে একহাত নিয়েছেন। শাহরুখ খান থেকে শুরু করে সলমন খান হয়ে আমির খান, অর্জুন কাপুর- বাদ যাননি কেউই। সম্প্রতি সেই বিস্ফোরক টুইটের জন্যই গ্রেফতার হয়েছেন তিনি।

শোনা যাচ্ছে, প্রয়াত দুই অভিনেতা ঋষি কাপুর এবং ইরফান খানকে নিয়ে করা টুইটের কারণে ফ্যাসাদে পড়েছেন তিনি। পাশাপাশি একজন অভিনেত্রী এবং ফিটনেস মডেল দাবি করেছেন কেআরকে নাকি তাঁকে মাদক দ্রব্য খাইয়ে ধর্ষণ করার চেষ্টা করেছিলেন।

KRK

তবে এসবের পরেও এই বিতর্কিত রিটায়ার্ড সমালোচকের পাশে দাঁড়িয়ে এগিয়ে এলেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। একাধিক টুইট করে কেআরকে’র সমর্থন করেন তিনি। শত্রুঘ্ন লেখেন, ‘কারোর কামাল রাশিদ খানকে ভুলে যাওয়া উচিত নয় এবং মনে রাখা উচিত অনেক বাধা সত্ত্বেও কেআরকে একজন ‘সেলফ মেড ম্যান’। ওনার সঙ্গে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। উনি ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি সমাজেও নিজের স্থান করে নিয়েছেন’।

Shatrughan Sinha

শত্রুঘ্নের সংযোজন, ‘ওনার সবচেয়ে বড় শক্তি হল ওনার আত্মবিশ্বাস। কারোর সমর্থন ছাড়াই, কোনও ভয় না পেয়ে উনি নিজের মতামত রাখতে পারেন। নিজের মতামত রাখতে কিছুতেই ভয় পান না। কারণ আইনের আওতায় থেকে ওনার কথা বলার অধিকার রয়েছে’।

বলি অভিনেতার সংযোজন, ‘না মানলেও, উনি মনে হয় পরিস্থিতির এক চক্রান্তের শিকার। ঈশ্বর ওনাকে আশীর্বাদ করুক। আমি আশা এবং কামনা করি কামাল রাশিদ ন্যায় পাবেন। কারণ সেটি ওনার প্রাপ্য। যত তাড়াতাড়ি পান তত ভালো। জয় হিন্দ’।

শত্রুঘ্ন এই টুইট করার পর অনেকে তাঁর সমর্থনে মত প্রকাশ করেছেন। তবে অনেকে আবার বলিপাড়ার বিতর্কিত রিটায়ার্ড সমালোচকের পাশে দাঁড়ানোর জন্য বর্ষীয়ান অভিনেতাকে একহাত নিয়েছেন। কেআরকে’র একাধিক বিতর্কিত টুইটের কথা স্মরণ করে দিয়েছেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ এও বলেছেন, অনেক সময়ই নিজের বক্তব্যের মাধ্যমে হিংসাও ছড়িয়েছেন কেআরকে। সেই কথাটিও কিন্তু ভুলে গেলে চলবে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥