• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দূরে থেকেও কমেনি বাংলার প্রতি টান! জাতীয় মঞ্চে শর্মিলা ঠাকুরের মন্ত্যব্য মন জয় করল বাঙালির

Published on:

গানই (Music) পারে স্থান-কাল-পাত্র-ভাষা ভেদে সকলের মন জয় করে নিতে। অবসরসময়ে কিংবা মন ভালো করতে পছন্দের গান শুনতে ভালোবাসেন সকলেই। তাই গানের হিন্দি বাংলা বলে কিছুই হয় না। তবে আমাদের বাংলা যে গোটা দেশের শিল্প সংস্কৃতির পীঠস্থান। সে কথা এক বাক্যে স্বীকার করবেন যে কেউ। ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে বাংলা থেকে বাংলার গানের জগত থেকে উঠে এসেছে এমন অনেক মনি মানিক্য।

তালিকায় রয়েছেন কিশোর কুমার, আর ডি বর্মন। বাপি লাহিড়ী সহ আরো অনেকে। বলতে গেলে নাম বলতে গেলে শেষ হয় না। আর হালের অরিজিৎ সিং তো আছেই ,সবমিলিয়ে তালিকাটা বেশ লম্বা।তাছাড়া বাংলা নিয়ে বরাবরই বাঙালিদের গর্ব একটু বেশিই। প্রসঙ্গত এ বছর দেশের অন্যতম জনপ্রিয় গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল  ১৩’ (Indian Idol 13)-এর মঞ্চে বাঙালি সঙ্গীত শিল্পীদের (Bengali Artist) ছড়াছড়ি।

Indian Idol 2022 Top 15 participants list where 7 are from bengal

এবারের এই রিয়েলিটি শোতে রয়েছেন বাংলার অনুস্কা,বিদীপ্তা,সঞ্চারী,সোনাক্ষী প্রীতম সহ মোট সাতজন ছেলেমেয়ে। সম্প্রতি এই গানের মঞ্চেই হাজির হয়েছিলেন বাংলার তথা গোটা দেশের এভারগ্রিন অভিনেত্রী শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)।সুন্দরী এই অভিনেত্রীর শাড়ি পরার স্টাইল থেকে চোখ কিংবা কথা বলার স্টাইল অথবা একাধিক সিনেমার গান সবটাই আইকনিক।  যা আজও বেশ জনপ্রিয় তাঁর অসংখ্য অনুরাগীদের কাছে। এই বয়সে এসেও অভিনেত্রীর ভক্তদের সংখ্যা কমা তো দূরে থাক বরং বেড়েই চলেছে।

প্রসঙ্গত পৃথিবীর যে প্রান্তেই বাঙালি থাকুক না কেন আরেকজন বাঙালির সাথে দেখা হলে সে সবসময় বাংলাতেই কথা বলতে চায়। এদিন এমনই একটি দৃশ্য দেখা গিয়েছে ইন্ডিয়ান আইডলের মঞ্চেও। এদিন উপস্থিত প্রতিযোগীদের সাথে বাংলাতেই কথা বলতে দেখা গিয়েছে শর্মিলা ঠাকুরকে। এদিনের এই অনুষ্ঠানে  প্রতিযোগী সোনাক্ষি অভিনেত্রীকে দেখে প্রথমেই বলে ওঠেন ‘তোমায় দেখে আমার খুব খুব খুব ভালো লাগছে ম্যাম।  আমি তোমাকে কাকিমা বলে ডাকতে পারি’?

Indian Idol Sonakshi Kar

মাত্র উনিশ বছরের সোনাক্ষীর মুখে এমন আবদার শুনে নিরাশ করেনি অভিনেত্রীও।  তিনিও ঝরঝরে বাংলাতেই বলে ওঠেন ‘একদম কাকিমা, মাসিমা, দিদি,দিদিমা যা খুশি বলে ডাকতে পারো’।  দুই বাঙালির কথোপকথনের মধ্যেই হঠাৎ করে সঞ্চালক আদিত্য নারায়ণ বলে ওঠেন ‘আমাকে বুঝতে পারি না’। তখনই তার ভুল শুধরে  দিয়ে শর্মিলা ঠাকুর বলে ওঠেন ‘আমি বুঝতে পারি না’।

শুধু ভুল ঠিক করে দিয়েই থেমে থাকেননি অভিনেত্রী। সেই সাথে তিনি বলে ওঠেন ‘আমরা বাংলা থেকে এসে হিন্দি বলতে পারলে তোমরা বাংলা কেন শিখতে পারবে না’? স্বাভাবিকভাবেই মিষ্টিভাষী অভিনেত্রীর কাছ থেকে হঠাৎ এমন ধমক খেতে হবে তা আগে বুঝতে না পেরে একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন সঞ্চালক আদিত্য নারায়ণ। যদিও ড্যামেজ কন্ট্রোল করার করে পরক্ষনেই তিনি বলে ওঠেন ‘একটু একটু চেষ্টা করছি, ঠিক থা ক্যায়া?’। প্রসঙ্গত বাংলা থেকে দূরে থাকলেও বাংলা ভাষার প্রতি শর্মিলা ঠাকুরের এই ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। ইতিমধ্যেই তার এই মন্তব্যের ভিডিও ভাইরাল (Viral Video) হয়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥