বিনোদন জগতে (Entertainment World) বরাবরই রাজ করে এসেছেন বাঙালি অভিনেতা অভিনেত্রীরা (Bengali Actress)। তা সে সাউথের সিনেমা হোক কিংবা বলিউড (Bollywood) এমন উদাহরণ আছে ভুরি ভুরি। তবে এমন অনেক অভিনেত্রীও আছেন যারা পরবর্তীতে বলিউডে গিয়ে ব্যাপক নামডাক করলেও অভিনয়ের শুরুটা করেছিলেন বাংলা সিনেমার হাত ধরেই। আজ বং ট্রেন্ডের পাতায় থাকলো বলিউডের এমনই ৫ জন জনপ্রিয় অভিনেত্রীদের তালিকা।
১.শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) : ভারতীয় সিনেমা জগতের অন্যতম এভারগ্রীন অভিনেত্রী হলেন শর্মিলা ঠাকুর। দীর্ঘদিনের অভিনয় জীবনে বাংলা সিনেমার পাশাপাশি চুটিয়ে অভিনয় করেছেন হিন্দি সিনেমাতেও। বলিউড সুপারস্টার রাজেশ খান্নার সাথে তাঁর জুটি বরাবরই সুপারহিট। তবে আদতে বাঙালি এই অভিনেত্রীর অভিনয়ের কেরিয়ার কিন্তু শুরু হয়েছিল বাংলা সিনেমার হাত ধরেই। বাংলার কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় পরিচালিত ‘আপুর সংসার’ সিনেমায় প্রথম অভিনয় করেছিলেন শর্মিলা।
২. রাখি গুলজার (Rakhee Gulzar) : জনপ্রিয় এই অভিনেত্রীদের তালিকায় রয়েছেন বলিউডের খ্যাতনামা অভিনেত্রী রাখি গুলজারও। বলিউড শহেনশা অমিতাভ বচ্চনের এই নায়িকারও অভিনয় শুরু হয়েছিল বাংলা সিনেমার হাত ধরে। দিলীপ নাগ পরিচালিত ‘বধূবরণ’ সিনেমায় প্রথম ডেবিউ করেছিলেন তিনি।
৩. রানি মুখার্জী (Rani Mukherjee) : আজও বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের তালিকায় প্রথমেই আসে বঙ্গ তনয়া রানী মুখার্জীর নাম। একের পর এক সুপারহিট সব হিন্দি সিনেমায় অভিনয় করেই সাফল্যের শিখরে পৌঁছেছেন অভিনেত্রী। অভিনয় করেছেন বলিউডের তিন খান শাহরুখ,সালমান,আমির প্রত্যেকের সাথেই। কিন্তু অনেকেই হয়তো জানেন না এই বলি সুন্দরীর কেরিয়ার শুরু হয়েছিল বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘বিয়ের ফুল’ সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে।
৪. বিদ্যা বালান (Vidya Balan) : বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেত্রী হলেন বিদ্যা বালান। দেশজুড়ে অগণিত ফ্যান ফলোয়িং রয়েছে অভিনেত্রীর। দীর্ঘ অভিনয় জীবনে হিন্দি সিনেমাপ্রেমী দর্শকদের উপহার দিয়েছেন ভিন্ন স্বাদের সব সিনেমা। তবে জাতীয় পুরস্কার জয়ী এই বলি সুন্দরীর প্রথম সিনেমা কিন্তু বাংলা সিনেমা। বাংলা সিনেমা ‘ভালো থেকো’তে অভিনয় করেই কেরিয়ার শুরু করেছিলেন এই অভিনেত্রী।
৫. রাধিকা আপ্তে (Radhika Apte) : বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীর মধ্যে দারুন জনপ্রিয় রাধিকা আপ্তে। নিজের অভিনয় দক্ষতার জোরেই বলিউডের মতো ইন্ডাস্ট্রিতে পায়ের তলার জমি শক্ত করেছেন এই অভিনেত্রী। এখন হিন্দি সিনেমার পাশাপাশি দাপিয়ে অভিনয় করছেন ওয়েব সিরিজেও। তবে অভিনয় জীবনের শুরুতে রাধিকা অভিনয় করেছেন একাধিক বাংলা সিনেমায়। যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য সিনেমা হল ‘অন্তহীন’ ও ‘রূপকথা নয়’।