• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা শর্মিলার দৌলতে সত্যজিৎ রায়ের সাক্ষাৎ, হাসি মুখে আদাব জানিয়েছিলেন সাইফ, ভাইরাল পুরোনো ভিডিও

Published on:

sharmila tagore introduced son saif ali khan to satyajit roy,Satyajit Roy,Saif Ali Khan,Sharmila Tagore,শর্মিলা ঠাকুর,সাইফ আলী খান,সত্যজিৎ রায়,বলিউড,ভাইরাল ভিডিও,Sharmila introduce saif to satyajit,saif adaab to satyajit

বলিউডের নবাবপুত্র তথা বিখ্যাত অভিনেতা সাইফ আলী খান (Saif Ali Khan)। তবে তাঁর পরিবারে তিনিই প্রথম নন, সাইফের মা শর্মিলা ঠাকুর (sharmila tagore) নিজেও একজন বলিউড অভিনেত্রী ছিলেন। অভিনেত্রীর ফিল্মি কেরিয়ার শুরু হয়েছিল বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের (satyajit roy) সাথে। সেই থেকে আজ একাধিক ছবির মধ্যে দিয়ে পাতৌদি পরিবারে নিজের স্থান ধরে রেখেছে বলিউড ইন্ডাস্ট্রিতে।

‘অপুর সংসার’ ছবিতে অভিনয় করেই শুরু হয়েছিল কেরিয়ার। এরপর ‘অরণ্যের দিনরাত্রি’ ছবিতে শর্মিলা ঠাকুরের অভিনয় রীতিমত মুগ্ধ করেছিল দর্শকদের। সত্যজিৎ রায়কে নিজের পথ নির্দেশক বা মেন্টর হিসাবেই মানতেন শর্মিলা। নিজের কেরিয়ার যা কাজ করেছেন তার বেশিরভাগটাই করেছেন সত্যজিৎ রায়ের সাথে। তাই সত্যজিৎ রায়ের সাথে সাক্ষাৎ হামেশাই হত।

sharmila tagore introduced son saif ali khan to satyajit roy,Satyajit Roy,Saif Ali Khan,Sharmila Tagore,শর্মিলা ঠাকুর,সাইফ আলী খান,সত্যজিৎ রায়,বলিউড,ভাইরাল ভিডিও,Sharmila introduce saif to satyajit,saif adaab to satyajit

এমনি এক সাক্ষাৎকারে নিজের সাথে ছেলে সাইফ আলী খানকে নিয়ে হাজির হয়েছিলেন শর্মিলা ঠাকুর। সেটি ছিল একটি পার্টি। ছেলে সাইফকে সত্যজিৎ রায়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন মা শর্মিলা ঠাকুর। অবশ্য সাথে আরও কিছু বিশিষ্ঠ ব্যক্তিত্ব ছিল, যেমন – বি আর চোপড়া। বহু পুরোনো সেই বলিউড পার্টিতে ক্যামেরা বন্ধী হয়েছিল সত্যজিৎ সাইফের সাক্ষাৎ।

sharmila tagore introduced son saif ali khan to satyajit roy,Satyajit Roy,Saif Ali Khan,Sharmila Tagore,শর্মিলা ঠাকুর,সাইফ আলী খান,সত্যজিৎ রায়,বলিউড,ভাইরাল ভিডিও,Sharmila introduce saif to satyajit,saif adaab to satyajit

পুরোনো সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আবারো ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে মানিকদার (সত্যজিৎ রায়ের ডাক নাম) সাথে কথা বলতে দেখা যাচ্ছে শর্মিলা ঠাকুরকে। কথা বলার পর খানিকটা এগিয়ে যান শর্মিলা। সেই সময়েই হাসি মুখে  হাত বাড়িয়ে আদাব জানিয়েছিলেন সাইফ আলী খান।

https://youtu.be/0JVVmGAPxsU

পুরোনো ভিডিওতে সত্যজিৎ রায়কে আদাব জানানোর ভঙ্গিমা বেশবিড়াল হয়ে পড়েছে। ভিডিও দেখে অনেকেই সাইফ আলী খানের ব্যবহারের প্রশংসাও করেছেন। প্রসঙ্গত শর্মিলা ঠাকুরের সাইফ আলী খান ছাড়াও একটি কন্যা সন্তান রয়েছে যার নাম সোহা আলী খান। সোহা আলীও একজন বলিউড অভিনেত্রী তবে সাইফ আলী খানের মত জনপ্রিয়তা লাভ করেননি তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥