শর্মিলা ঠাকুর বলিউডের অন্যতম জনপ্রিয় প্রবীণ অভিনেত্রী। মনসুর আলী খান পতৌদির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। অমর প্রেম খ্যাত অভিনেত্রী প্রাক্তন প্রয়াত ক্রিকেটার মনসুর-পত্নী তিন সন্তানের মা। তার তিন সন্তান সইফ আলি খান, সোহা আলি খান, এবং সাবা আলি খানও বলিপাড়ায় বেশ জনপ্রিয়। ৪ নাতি নাতনি তৈমুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খান এবং ইনায়া নাউমি খানকে নিয়ে ভরা সংসার তার।
একসময় বলিউড টলিউড কাঁপিয়েছেন তিনি। আজ তার ৭৬ বছরের জন্মদিন। কিন্তু আর কেন তাকে রূপলী পর্দায় দেখা যায়না সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী। তিনি জানান, “এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। বয়স হলে সব অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেই এমন ঘটে। এমনকি মাধুরী দীক্ষিতের বয়স এখনও অনেক কম,তাও তাকে ‘দেদে ইশকিয়া’ বেশি ছবিতে দেখা যায়না। ” তিনি আরও বলেন, “যদিও অমিতাভ বচ্চনের ক্ষেত্রে এই নিয়মটা আলাদা, সুজিত সিরিকার মত পরিচালকরা তাকে ‘স্যার’ বলে সম্বোধন করেন, তার জন্য স্ক্রিপ্ট লেখেন’।
শর্মিলা ঠাকুর তার নাতি তৈমুরের এত অল্প বয়সে তার জনপ্রিয়তা সম্পর্কেও বলেন, “আমাকে অবশ্যই স্বীকার করতে হবে যে আমি তাকে নিয়ে কিছুটা উদ্বিগ্ন। এই পরিবারে আমরা সবাই মিডিয়ার মনোযোগ আকর্ষণ করি। এগুলি আপনাকে একটি শিবিরে স্থাপন করে এবং তারপরে হঠাৎ আপনাকে ফেলে দেয়। এই মুহুর্তে তৈমুর প্রভাবিত হয় না কারণ তিনি কী ঘটছেন তা বুঝতে খুব কম বয়সী। তবে পরে যখন ও বড় হবে তখন তার থেকে মিডিয়া মনোযোগ সরিয়ে নেওয়া হলে ও প্রভাবিত হতে পারেন। তাই আমরা কিছুটা উদ্বিগ্ন। কিন্তু সারা যেমন বলেছিল, আমরা এটি সম্পর্কে কী করতে পারি? সত্যিই মিডিয়া ছাড়া আমরা আজকের যুগে বেঁচে থাকা দায় ”














