• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বউমা কখনোই মেয়ে হয় না! অন ক্যামেরায় কারিনাকে ধুয়ে দিলেন শাশুড়ি শর্মিলা

Published on:

Sharmila Tagore tells Kareena Kapoor diffrence between daughter and daughter in law

হিন্দি সিনেমা জগতের তথা বলিউডের (Bollywood) দুই ভিন্ন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং করিনা কাপুর (Sharmila Thakur & Kareena Kapoor)। সম্পর্কে তারা শাশুড়ি বৌমা। দুজনেই নিজের নিজের অভিনয় জীবনে চূড়ান্ত সফল। তবে অভিজ্ঞতার দিক দিয়ে নিঃসন্দেহে করিনার থেকে কয়েক গুণ এগিয়ে তার শাশুড়ি।

হিন্দি সিনেমার স্বপ্ন সুন্দরী শর্মিলা ঠাকুর সম্প্রতি হাজির হয়েছিলেন বৌমা করিনা কাপুরের জনপ্রিয় টকশো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ হাজির হয়েছিলেন শর্মিলা। সেখানে সুযোগ পেয়েই শাশুড়ির দিকে এক কঠিন প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন বলিউডের বেবো। দর্শকদের হয়ে বঙ্গতনয়ার কাছে কাপুর কন্যার প্রশ্ন ছিল ‘মেয়ে আর পুত্রবধূর মধ্যে কী পার্থক্য?’

বলিউড,Bollywood,শর্মিলা ঠাকুর,Sharmila Thakur,করিনা কাপুর,Kareena Kapoor,পার্থক্য,Difference,মেয়ে,Daughter,বৌমা,Daughter in Law

জবাবে প্রথমে হেসেই ফেলেন প্রবীণ অভিনেত্রী। তারপর একটু ভেবে শর্মিলা বলেন, ‘মেয়ে এমন একজন যে তোমার কাছে বড় হয়েছে। সুতরাং তুমি তার মেজাজের ব্যাপারে আগে থেকেই জানো। তার কিসে রাগ হবে? কীভাবে তার সাথে আচরণ করতে হবে’?

এরপরেই পুত্রবধূ প্রসঙ্গে অভিনেত্রীর সংযোজন ‘ আর তোমার পুত্রবধূর সাথে তোমার যখন দেখা হচ্ছে তখন সে  একজন প্রাপ্তবয়স্ক। তার মেজাজ সম্পর্কে কোনো ধারণা থাকে না। তাই মিলমিশ হতে সময় লাগে। নতুন মেয়ে,তোমার পুত্রবধূ, তোমার বাড়িতে আসছে, তাই তোমাকেই তাঁকে স্বাগত জানাতে হবে এবং তাকে এমন একটা পরিবেশ দিতে হবে যা তাঁর জন্য আরামদায়ক।’

বলিউড,Bollywood,শর্মিলা ঠাকুর,Sharmila Thakur,করিনা কাপুর,Kareena Kapoor,পার্থক্য,Difference,মেয়ে,Daughter,বৌমা,Daughter in Law

এছাড়া এদিন পুত্রবধূর শোতে এসে মনসুর আলি খান পতৌদিকে বিয়ে করে শশুরবাড়িতে আসার পর বিবাহিত জীবনের শুরুর দিনগুলির অভিজ্ঞতার কথাও বলতে শোনা যায় শর্মিলাকে। সেইসাথে অভিনেত্রী জানান বিয়েতে মানিয়ে নেওয়া খুব ছোট বিষয় মনে হলেও, আদতে সেরকমটা নয়।

শর্মিলাকে বলতে শোনা যায় ‘একটা ছেলেকে দায়িত্ব নিতে হবে মেয়েটি যাতে নতুন পরিবারে মানিয়ে নিতে পারে ভালোমতো। আর সব ব্যাপারে নাক না গলালেও চলবে। আমি যদি বলতে থাকি ‘আমার ছেলে না ছোটবেলা এটা খেতে ভালোবাসত, ওটা করতে ভালোবাসত, এটা ভালো খায়’ এসব শো অফ বাধা হয়ে দাঁড়াতে পারে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥