• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঝড় ঝাপ্টা পেরিয়ে ফুলশয্যায় মোহরের সাথে অন্তরঙ্গ মুহূর্তে শঙ্খ স্যার, ভাইরাল হল ছবি

Updated on:

বাংলা সিরিয়ালের (Serial) শঙ্খ আর মোহর (Shankha Mohar) এই নাম দুটো বেশ পরিচিত। কারণ মোহর (Mohar) সিরিয়ালের জনপ্রিয়তা প্রচুর। বাঙালিদের ঘরে ঘরে সন্ধ্যা নামলেই সকলেই চলে আসেন টিভি পর্দার সামনে। সেখানে মোহর সিরিয়াল শুরুর জন্য অপেক্ষা করেন দর্শকেরা। সিরিয়ালে মোহরের বিয়ের জন্য হাজারো সংগ্রামের মধ্যে যেতে হয়েছে। তবে, শেষমেশ বাবা মা ও পরিবারের সকলের সম্মতিতে হয়েছে বিয়ে। বিয়েতে লাল বেনারসি আর গা ভর্তি গয়নায় বিয়ের কনে হিসাবে দারুন লাগছিলো মোহরকে।

shankha mohar শঙ্খ মোহর

বিয়ের শেষ এবার ফুলশয্যার পালা। সম্প্রতি মোহর সিরিয়ালে চলছে শঙ্খ ও মোহরের ফুলশয্যা। ফুলশয্যার ঘনিষ্ট মুহূর্তের কিছু ছবি বর্তমানে বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ছবিতে দেখা যাচ্ছে একেঅপরকে জড়িয়ে ধরে ঘনিষ্ট অবস্থায় রয়েছে দুজনে। শঙ্খকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছে মোহর, শঙ্খকে চুম্বন করতে দেখা যাচ্ছে মোহরকে।

shankha mohar শঙ্খ মোহর

সিরিয়ালের গল্পে প্রথমে মন্দিরে মোহরকে বিয়ে করেছিল শঙ্খ। ধীরে ধীরে সেই সম্পর্কে আস্তে শুরু করে নানান বাঁধা। মন্দিরে বিয়ে  সারলেও জেঠুমনির অনুরোধ ফেলতে পারেনি মোহর। সিদ্ধান্ত নিয়েছিল ভালোবাসার মানুষ শঙ্খের জীবন থেকে সরে যাবার।

shankha mohar শঙ্খ মোহর

শেষমেশ এত বাঁধা ঝড় ঝাপ্টার পর দুজনের ভালোবাসা এক হল। আর এখন চলছে ফুলশয্যার পালা। তাই ষ্টার জলসার মোহর সিরিয়াল এখন ব্যাপক জনপ্রিয়। তবে এই উত্তেজনা আজ থেকে নয়। সিরিয়ালে দুর্দান্ত অভিনয়ের জেরে বেশ কিছুদিন আগে থেকেই সিরিয়ালের মোহর আর শঙ্খ এর ভালোবাসার কাহিনী মনে দাগ কেটেছে বাঙালি দর্শকদের। তাই বিয়ের আগে পর্ব থেকে শুরু করে ফুলশয্যা দেখার জন্য উদগ্রীব হয়ে ছিলেন দর্শকেরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥