বাংলা বিনোদন জগতের জনপ্রিয় একজন অভিনেতা হলেন শংকর চক্রবর্তী (Shankar Chakraborty)। দীর্ঘদিনের অভিনয় জীবনে ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্রই দাপিয়ে অভিনয় করে চলেছেন তিনি। এই মুহূর্তে তিনি অভিনয় করছেন স্টার জলসার পর্দায় লীনা গাঙ্গুলীর লেখা জনপ্রিয় সিরিয়াল ‘গুড্ডি’তে (Guddi)।
প্রসঙ্গত গত বছরেই স্ত্রী সোনালী চক্রবর্তীকে (Sonali Chakraborty) হারিয়েছেন অভিনেতা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই প্রয়াত অভিনেত্রীর সাথে শঙ্কর চক্রবর্তীর প্রেমের কাহিনী থেকে বিয়ের নানান বাধা এবং প্রতিকূলতার কথা। জানা যায় ১৯৯০ সালে যখন তাঁরা বিয়ে করেছিলেন সেসময় অভিনেতার আর্থিক অবস্থা একেবারেই স্বচ্ছল ছিল না।
সে সময় থিয়েটার করে মাত্র ৬০-৭০ টাকা উপার্জন করতেন তিনি। যে বাড়িতে তিনি এবং তাঁর মা থাকতেন সেই জায়গাটা এতটাই ছোট ছিল যে তাঁর স্ত্রীকে নিয়ে রাখা সম্ভব ছিল না। তাই বিয়ের আগে থেকেই শুরু হয় এক অন্য লড়াই। একবার এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন অভিনয় করলেও তা দিয়ে খুব একটা স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব ছিল না।
তাই বিয়ের পর বাধ্য হয়েই চাকরি করতে বাধ্য হয়েছিলেন তিনি। অভিনেতার কথায়,’বিয়ের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাকরি করি। চাইনি আমি কোনও কেরানির চাকরি করতে। বিয়ের জন্য বাধ্য হলাম। যেখানে থাকতাম যেখানে বিয়ের পর যাওয়া সম্ভব ছিল না। আমি আর আমার মা থাকতাম, সেই বাড়িতে বউকে তোলা যেত না’
কিন্তু সে সময় নাকি গোটা খড়দহ খুঁজেও একটাও ঘর পানি তিনি। কারণ সকলেরই দাবি ছিল ঘর ভাড়া পেতে গেলে সরকারি চাকুরিজীবী হতে হবে। শেষ পর্যন্ত এক বন্ধুর তিন তলা বাড়ির নিচের তলার গোডাউন ঘর খালি করে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল।
অভিনেতা জানান তাঁর বিয়ে হয়েছিল মামার বাড়িতে থেকে। বৌভাতের দিন একটা থিয়েটারের শো পড়ে গিয়েছিল স্ত্রী সোনালীর। তখন অভিনেতার কাছে জানতে চাওয়া হয়েছিল যে শো বাতিল করে দেওয়া হবে কি না। কিন্তু জবাবে অভিনেতা সাফ জানিয়েছিলেন ‘তার কোনও প্রয়োজন নেই’।