• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টুকলি ছাড়া গতি নেই! এদিক ওদিক থেকে ঝেড়েই তৈরী ‘শামশেরা’, ট্রেলার দেখেই কটাক্ষ নেটিজেনদের

Published on:

Shamshera Trailer trolled for copy of other south and bollywood film

বলিউডে একেরপর এক বিগ বাজেট ছবির লাইন লেগে গিয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর কাপুরের (Ranbir Kapoor) দীর্ঘ প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ট্রেলার। এরপরে পরেই আরও একটি বিগ বাজেট ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। হ্যাঁ ঠিকই ধরেছেন ‘শামশেরা’র (Shamshera) কথাই বলছি। ছবির ফার্স্ট লুক হিসাবে সঞ্জয় দত্তের (Sanjay Dutt) ভয়ংকর চেহারা সামনে এসেছিল। এবার ট্রেলার প্রকাশ্যে এসেছে। আর সেটা হতেই শুরু হয়েছে নেটিজেনদের কটাক্ষ।

শামশেরা ছবির ৩ মিনিটের একটি ট্রেলার প্রকাশ্যে এসেছে। যেখানে গল্পের কাহিনীকেই সংক্ষেপে দর্শকদের জন্য তুলে ধরা হয়েছে। শুরুতেই দেখা যাচ্ছে ১৮৭১ সালের কথা বলা হয়েছে ছবিতে। যেখানে দেখা যাচ্ছে গরিব গ্রামবাসীদের ওপর অত্যাচার করা হচ্ছে। এরপর শোনা যাচ্ছে, অত্যাচার সহ্য করা উচিত নয় আর স্বাধীনতা কেউ এমনি দেয় না। এরপর রণবীর ও সঞ্জয় দত্তের লুক দেখা গিয়েছে।

Ranbir Kapoor,Sanjay Dutt,Shamshera,Shamshera trailer released,Shamshera copy of bahubali,shamshera copy of thugs of hindosthan,Shamshera movie trolled,শামশেরা,রণবীর কাপুর,সঞ্জয় দত্ত

ট্রেলার দেখে বোঝা যাচ্ছে ডাকাত হিসাবে দেখানো হয়েছে রণবীরকে। অন্যদিকে ইংরেজি জামানার জাঁদরেল পুলিশ অফিসার হিসাবে। তবে ট্রেলার দেখার পরেই বোঝা যাচ্ছে, যে দৃশ্য দেখানো হয়েছে সেটা বেশ খানিকটা পরিচিত। সাউথের সুপারহিট ছবি বাহুবলী আর বলিউডের থাগস অফ হিন্দুস্থান ছবির সাথে এই দৃশ্যগুলির অনেকটা সাদৃশ্য রয়েছেন এমনটাই মনে করছেন নেটিজেনরা।

Ranbir Kapoor,Sanjay Dutt,Shamshera,Shamshera trailer released,Shamshera copy of bahubali,shamshera copy of thugs of hindosthan,Shamshera movie trolled,শামশেরা,রণবীর কাপুর,সঞ্জয় দত্ত

নেটিজেনদের একাংশের মতে, বাহুবলী ছবিতে শুরুতেই দেখানো হয়েছিল একটি গ্রামের যেখানে লোকেদের ওপর অত্যাচার করা হচ্ছিল। ভাল্লালদেব রাজ্যের প্রজাদের ওপর অত্যাচার করছিল। ঠিক সেভাবেই এই ছবির ট্রেলারে দেখা যাচ্ছে শুরুতেই গ্রামবাসীদের অত্যাচার করা হচ্ছে। এছাড়া অত্যাচারের দৃশ্যের পরেই বাহুবলীর এন্ট্রি দেখানো হয়েছিল। খানিকটা সেভাবেই এক্ষেত্রেও দেখানো হয়েছে।

Ranbir Kapoor,Sanjay Dutt,Shamshera,Shamshera trailer released,Shamshera copy of bahubali,shamshera copy of thugs of hindosthan,Shamshera movie trolled,শামশেরা,রণবীর কাপুর,সঞ্জয় দত্ত

আবার নেটিজেনদের আরেকাংশের মতে, আমির খানের ‘থাগস অফ হিন্দুস্থান’ ছবিতে ডাকাতদের কাহিনী তুলে ধরা হয়েছিল। তবে ছবিটি সুপারহিট নয় বরং সুপার ফ্লপ হয়েছিল। ছবিতে একইভাবে এখানেও রণবীর কাপুরকে ডাকাতের চরিত্রে দেখা যাচ্ছে। দুই ছবির সাথে এমন দৃশ্যের মিল থাকায় নেটিজেনদের অনেকেই ট্রেলার দেখে কটাক্ষ করতে শুরু করেছেন। যেটা ছবির জন্য একেবারেই ভালো নয়।

আগামী ২২শে জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবিটি। তাই ট্রেলার রিলিজ থেকে ছবির প্রচারে যাতে দর্শকদের ওপর ভালো প্রভাব পরে সেটা খেয়াল রাখতে হবে। না হলে ছবির ভরাডুবি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। কারণ সম্প্রতিকালে যেখানে সাউথের ছবি সুপারহিট হয়ে রেকর্ড তৈরী করছে সেখানে বলিউডে একাধিক বিগ বাজেট ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥