• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১৬ বছরের ছোট মমতাজকে বিয়ে করতে চেয়েও ব্যর্থ হয়েছিলেন শাম্মি কাপুর শুধুমাত্র এই কারণে

বলিউডের বিখ্যাত  অভিনেতা শাম্মি কাপুরকে (Shammi Kapoor) কে না চেনে। একসময় বলিউডে তিসরি মনজিল, জংলী, ব্রম্ভচারী এ রিমোট দুর্দান্ত সমস্ত হিট ছবি উপহার দিয়েছিলেন অভিনেতা। বলিউডের রোমান্টিক হিরো নিজের থেকে বয়সে ১৬ বছরের ছবিটি মমতাজকে (Mamtaz) প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বিয়ে রজন্য একটি শর্ত রেখেছিলেন শাম্মি কাপুর যে কারণে বিয়ে হয়নি আর তাদের।

আসলে ষাঠ ও সত্তরের দশকে মমতাজ ও শাম্মি কাপুর দুজনেই বেশ জনপ্রিয় ছিলেন। শাম্মি কাপুর যদিও প্রথমে গীতা বালীকে বিয়ে করেছিলেন। নিজের বাবা ও গীতার পরিবারের অমতে মন্দিরে বিয়ে সেরেছিলেন শাম্মি কাপুর। তবে পরে দুই পরিবারের মধ্যে ঝামেলা মিটে যায় ও তাদের মেনে নেয় পরিবার। এরপর শাম্মি কাপুর ও গীতা বালির দুই সন্তানও হয়, কিন্তু বিয়ের ১০ বছরের মাথায় গুটিবসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যান গীতা বালী।

   

শাম্মি কাপুর মমতাজ Shammi Kapoor Mamtaz

প্রথম স্ত্রীর মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন অভিনেতা। স্ত্রী মারা যাবার দুঃখ ভুলে থাকতে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে ফেলেন তিনি। কিন্তু অভিনেতার পরিবার চেয়েছিল তিনি যাতে আবার বিয়ে করেন। এতে তিনিও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, পাশাপাশি তার সন্তানদের একজন মা হবে। প্রথমে এই প্রস্তাবে রাজি ছিলেন না শাম্মি কাপুর। তবে ১৯৬৮ সালে ব্রাম্ভচারী ছবির শুটিংয়ের সময় মমতাজের প্রেমে পরে তিনি। এরপর মমতাজকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়ে ফেলেন।

শাম্মি কাপুর মমতাজ Shammi Kapoor Mamtaz

কিন্তু বিয়ের প্রস্তাবের সাথে একটি শর্ত রেখেছিলেন শাম্মি কাপুর। সেটি হল বিয়ে পর কোনো ছবিতে অভিনয় করতে পারবেন না মমতাজ।  বাড়িতেই থাকতে হবে তাঁর সন্তানদের নিয়ে। শাম্মি কাপুরের এই প্রস্তাব মেনে নিতে পারেন নি মমতাজ। অষ্টাদশী মমতাজ তখন বলিউডের উঠতি হিরোইন। নিজের লম্বা কেরিয়ার এভাবে শেষ করে দিতে চাননি তিনি। তাই শেষমেশ এই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন অভিনেত্রী। অবশ্য এরপর অভিনেতা নীলা দেবীকে বিয়ে করেন।