• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিগবসের ঘরেই সেরে ফেললেন বিয়ে! রাকেশের পদবী নিজের নামে পিছনে জুড়ে শমিতা বাপত হলেন শিল্পা ভগ্নী

Published on:

shamita shetty,rakesh bapat,biggboss 15,surname,বিগ বস,বিগ বস ওটিটি,শমিতা শেট্টি,শমিতা শেট্টি বাপত

ভারতীয় টেলিভিশনের অন্যতম চর্চিত রিয়ালিটি শো হল বিগ বস (Bigg boss)। প্রতি বারের মতো এবারেও এই শো নিয়ে দর্শকদের উন্মাদনা রয়েছে তুঙ্গে। এ বছর শুরু থেকেই ‘বিগ বস সিজন ১৫’ তে রয়েছে একাধিক নতুন চমক। দর্শকদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ওটিটি প্ল্যাটফর্ম ভুটে সম্প্রচার শুরু হয়েছে ‘বিগ বস ওটিটি’ (Big Boss OTT)। আর এই সিজনে একেবারে প্রথম থেকেই সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন শিল্পা শেট্টির বোন অভিনেত্রী শমিতা শেট্টি (Shamita Shetty)। তার সাথে ঘরের আরেক প্রতিযোগী রাকেশ বাপতের (Rakesh Bapat) সম্পর্কের গুঞ্জন অজানা নয় কারও কাছে। বিগবসের বাড়িতে এই দুই জনকে আলাদা দেখাই যাচ্ছিল না এতদিন। সারাক্ষণ শমিতাকে আদর যত্নে ভরিয়ে রাখছিলেন রাকেশ।

এই মুহূর্তে বিগবসের সবচেয়ে শক্তিশালী প্রতিযোগী হিসেবে গণ্য করা হয় শমিতা শেট্টিকেই। তবে প্রাক্তন প্রতিযোগী রাকেশ বেশ কিছু দিন আগেই বিগবসের ঘর থেকে বিদায় নিয়েছেন , কিন্তু রাকেশের প্রতি শমিতার ভালোবাসায় যে বিন্দুমাত্র ভাটা পড়েনি তা ফের প্রমান করে দিলেন শিল্প ভগ্নী। তারা আলাদা হয়ে গেলেও রাকেশের প্রতি শমিতার ভালোবাসা অক্ষুন্ন রয়েছে , সম্প্রতি একটি ভিডিওতে তারই ঝলক প্রকাশ পেল।

shamita shetty,rakesh bapat,biggboss 15,surname,বিগ বস,বিগ বস ওটিটি,শমিতা শেট্টি,শমিতা শেট্টি বাপত

ক্রমেই এগিয়ে আসছে বিগবস ১৫ এর ফাইনাল। এদিকে রাজীব আদাতিয়া যিনি শো থেকে বহিষ্কৃত হয়েছিলেন ,কিন্তু সম্প্রতি আবার ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে ফিরে এসেছেন তিনি। ফিরেই জমিয়ে খেলছেন রাজীব। এই শোয়ের শেষ পর্বে রাজীবকে শমিতার সাথে রাকেশ বাপতের সম্পর্কে কথা বলতে দেখা যায়।  তখনই সময়টা সাফ জানান ,’আমাকে শমিতা শেট্টি কুন্দ্রা ডাকা বন্ধ করো। ‘ আর এর উত্তরে রাজীব জিজ্ঞেস করেন তালে কি ডাকব ,শমিতার উত্তর , ‘শমিতা শেট্টি বাপত’

shamita shetty,rakesh bapat,biggboss 15,surname,বিগ বস,বিগ বস ওটিটি,শমিতা শেট্টি,শমিতা শেট্টি বাপত

এমনকি রাকেশ শমিতার সম্পর্ক তাদের পরিবারের সকলেও খুব পছন্দ করেন। কিছু দিন আগে, যখন শোতে সমস্ত প্রতিযোগীরা তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেছিল, শমিতা শেট্টিও তার মায়ের সাথে কথা বলেছিলেন। তখনই  শমিতা তার মাকে জিজ্ঞাসা করেছিল যে রাকেশ এখনও তাকে ভালোবাসে কিনা। তখন তার মা বলেছিলেন যে সে এখনও তাকে ভালবাসে এবং সে তাকে খুব মিস করে। এ বিষয়ে শমিতা বলেছিলেন- আমিও তাকে মিস করছি।

https://twitter.com/QueSera0102/status/1483369120255340545?ref_src

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥