রিলিজের পর থেকেই ‘আদিপুরুষ’ (Adipurush) বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া। ওম রাউত পরিচালিত এই ছবি দেখে নিরাশ হয়েছে দর্শকদের একটি বিরাট অংশ। প্রভাস, সইফ আলি খান, কৃতি শ্যানন অভিনীত এই মেগা বাজেট সিনেমা হয়ে উঠেছে ‘মিম মেটিরিয়াল’! দর্শকদের একটি বিরাট অংশ ছবির বিরুদ্ধে নানান অভিযোগ এনেছেন। এবার সেই তালিকাতেই যুক্ত হল ‘শক্তিমান’ (Shaktiman) মুকেশ খান্নার (Mukesh Khanna) নাম।
মুকেশ এমন একজন অভিনেতা যিনি কড়া কথা মুখের ওপর বলতে ভয় পান না। ‘ঠোঁটকাটা’ হিসেবে দর্শকমহলে বেশ জনপ্রিয় তিনি। এবার সেই মুকেশই ‘আদিপুরুষ’র বিরুদ্ধে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন। ‘আদিপুরুষ’ নির্মাতাদের বিরুদ্ধে ‘রামায়ণ’র অপমান করার মতো গুরুতর অভিযোগ এনেছেন তিনি।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করেছেন ‘শক্তিমান’ অভিনেতা। সেখানে তাঁকে বলতে দেখা যায়, ‘রামায়ণ’র জন্য ‘আদিপুরুষ’র থেকে বড় অপমান আর কিছু হতে পারে না। তাঁর অভিযোগ, পরিচালক ওম রাউত যথাযথ তথ্য জোগাড় না করেই এই সিনেমা বানিয়েছেন। সেই সঙ্গেই সংলাপ রচয়িতা মনোজ মুন্তাশিরকে ‘বুদ্ধিজীবী’ বলেও আক্রমণ করেছেন।
মুকেশ দাবি করেন, আসল ‘রামায়ণ’র সঙ্গে ‘আদিপুরুষ’র কোনও মিল নেই। ছবির চিত্রনাট্য এতটাই দুর্বল যে মাঝখানে ঘুম পেয়ে যেতে পারে। পাশাপাশি তাঁর দাবি, হলিউডের নকল করে শ্রীরাম, হনুমানজির অবমাননা করেছেন পরিচালক ওম। ‘রামায়ণ’র জন্য ‘আদিপুরুষ’ ‘সবচেয়ে বড় ঠাট্টা’ বলে দাবি করেছেন তিনি।
‘আদিপুরুষ’ রিলিজ করার পর থেকেই ছবির সংলাপ নিয়ে একাধিক বিতর্ক হচ্ছে। বিশেষত, হনুমানজির মুখে যে ধরণের ভাষা দেওয়া হয়েছে তা একেবারেই ভালোলাগেনি দর্শকদের। চাপের মুখে পড়তেই সংলাপ বদলের কথা ঘোষণা করেছেন ছবির নির্মাতারা।
‘আদিপুরুষ’র যে যে সংলাপ নিয়ে বিতর্কের ঝড় উঠেছে, সেগুলি বদলের কথা ঘোষণা করেছেন নির্মাতারা। জানানো হয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই বিতর্কিত সংলাপগুলি বাদ দিয়ে নতুন সংলাপ ছবিতে অন্তর্ভুক্ত করা হবে। সংলাপ রচয়িতা মনোজ মুন্তাশির এবং নির্মাতারা মিলে এক সপ্তাহের মধ্যে ‘ভুল সংশোধন’ করে দেবেন বলে জানিয়েছেন।