• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

Shaktimaan : বড়পর্দায় ফিরছে ছোটবেলার প্রিয় সুপারহিরো ‘শক্তিমান’, প্রকাশ্যে ফার্স্ট লুক

বড় হয়ে ওঠার পর ছোটবেলার দিনগুলো সবাই মিস করি। আর ছোট বেলার অর্থাৎ ৯০ দশকের দিনগুলো মনে করলে ছুটির দিনে খেলার মাঠ আর টিভির পর্দায় সুপারহিরো ‘শক্তিমান’ (Shaktimaan) মনে পড়বেই। মায়ের বকুনি সত্ত্বেও খেলতে যাওয়া আর সময় হলেই দৌড়ে এসে টিভির সামনে বসে পড়া, এ যেন এক নস্টালজিয়া। এবার সেই  নস্টালজিয়াই ফিরতে চলেছে বড়পর্দায়, সম্প্রতি এমনি সুখবর মিলল।

Shaktimaan,Sony Pictures Films India,Shaktimaan on Big Sreens,Mukesh Khanna,শক্তিমান,বড়পর্দায় ফিরছে শক্তিমান,মুকেশ খান্না,শক্তিমান ট্রিলজি,Shaktimaan Teaser Video,Shaktimaan Movie Announced by Sony Pictures

   

বিদেশের সুপারহিরো তো অনেক আছে যেমন ব্যাটম্যান, সুপারম্যান আরও কত কি, তবে সত্যি বলতে আমাদের দেশি হিরো শক্তিমান টেলিভিশনের পর্দায় দূরদর্শন চ্যানেলে রবিবার সম্প্রচারিত হওয়া শক্তিমানের কিন্তু আলাদাই একটা ফ্যান বেশ রয়েছে। মুকেশ খান্না (Mukesh Khanna) অভিনীত শক্তিমান আজও ছোটবেলার স্মৃতি উস্কে দিয়ে যায়। এবার সেই শক্তিমানকে বড় পর্দায় নিয়ে আসতে চলেছে সোনি পিকচার্স (Sony Pictures)।

Shaktimaan,Sony Pictures Films India,Shaktimaan on Big Sreens,Mukesh Khanna,শক্তিমান,বড়পর্দায় ফিরছে শক্তিমান,মুকেশ খান্না,শক্তিমান ট্রিলজি,Shaktimaan Teaser Video,Shaktimaan Movie Announced by Sony Pictures

১৩ই সেপ্টেম্বর ১৯৯৭ থেকে দূরদর্শনের পর্দায় শুরু হয়েছিল শক্তিমানের যাত্রা। একটানা আট বছর ধরে ছুটির দিনে ছোট থেকে এবার সকলের প্রিয় ছিল এই শক্তিমান। ছিমছাম শরীরের গঙ্গাধর যেকোনো বিপদে মানুষের পাশে দাঁড়াতো। এমনকি পৃথিবীর ওপর আসা সমস্ত বাজে শক্তির বিরুদ্ধে লড়াই করত। ২০০৫ সালের ২৭শে মার্চ পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল শক্তিমান। এরপর এক দশকেরও বেশি সময় কেটে গিয়েছে।

Shaktimaan,Sony Pictures Films India,Shaktimaan on Big Sreens,Mukesh Khanna,শক্তিমান,বড়পর্দায় ফিরছে শক্তিমান,মুকেশ খান্না,শক্তিমান ট্রিলজি,Shaktimaan Teaser Video,Shaktimaan Movie Announced by Sony Pictures

গত বৃহস্পতিবার রাত্রে একটি  টুইট করা হয়েছে সনি পিকচার্স ফিল্মস ইন্ডিয়ার তরফে । যেখানে শক্তিমানের ফার্স্ট লুক দেখা গিয়েছে। যেমনটা জানা যাচ্ছে মুকেশ খান্নার ভীষ্ম ইন্টারন্যাশনাল এর থেকে স্বত্ব কিনে নিয়েছে প্রযোজনা সংস্থা। তবে মুকেশ খান্নার সাথে যোগ থাকবে নতুন শক্তিমান ছবির। তাহলে কি নতুন শক্তিমান রূপেও সেই গঙ্গাধর অর্থাৎ মুকেশ খান্নাকেই দেখা যাবে বড়পর্দায়? নাকি বলিউডের চেনা কোনো মুখ? এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি।

প্রসঙ্গত, শক্তিমানের এই ফার্স্ট লুক বা টিজার ভিডিও ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। নতুন সুপারহিরোর রূপে কাকে দেখা যেতে পারে সেই নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছে। অনেকের মতেই বলিউডের টপ ক্যাটেগরির কোনো অভিনেতাকেই হয়তো দেখা যাবে এই ছবিতে। এছাড়াও আরও একটি প্রশ্ন ঘুরছে নেটিজেনদের মনে আদৌ সিনেমা হলে রিলিজ হবে শক্তিমান নাকি ওটিটি প্ল্যাটফর্মে! এই সমস্ত প্রশ্নের উত্তর অবশ্য আগামী দিনেই পাওয়া যাবে।