একটি সিনেমা সফল হওয়ার পিছনে যেমন হিরোর ভূমিকা অনেকটা গুরুত্বপূর্ণ হয়, তেমনই প্রয়োজন হয় ভালো ভিলেনেরও। হিরোর সঙ্গে টেক্কা দিয়ে লড়াই করার মতো ভিলেন (Villain) না থাকলে দর্শকরা দেখে মজা পান না। বলিউডে এমন বহু অভিনেতা আছেন, যারা নেতিবাচক চরিত্রে অভিনয় করেই দর্শকদের মন জয় করেছেন। আজকের প্রতিবেদনে বলিউডের (Bollywood) সেরা ১০ ভিলেনের ছেলেরা কী করেন, সেই সংবাদ তুলে ধরা হল।
আমজাদ খান (Amjad Khan)- ‘শোলে’ সিনেমায় গব্বরের চরিত্রে অভিনয় করা আমজাদ খানকে কে না চেনে! সেই অভিনেতার ছেলে শাদাব খান ‘রাজা কি আয়েগি বারাত’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন। কিন্তু সাফল্য পাননি। এরপর শাদাব ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করা শুরু করেন।
শক্তি কাপুর (Shakti Kapoor)- বলিউডের নামী ভিলেন শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুর বলিউডের নামী অভিনেত্রী। তবে আপনি কি জানেন, শক্তির ছেলেও একজন অভিনেতা? শক্তি কাপুরের ছেলে সিদ্ধার্থ বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। তবে বাবার মতো সাফল্য এখনও পাননি।
ড্যানি ডেনজোংপা (Danny Denzongpa)- বলিউডের বহু সুপারহিট ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করা ড্যানি ডেনজোংপার ছেলের নাম রিজিং ডেনজোংপা। ড্যানির ছেলে এখনও ফিল্মি দুনিয়ায় পা রাখেননি। তবে শোনা যাচ্ছে, শীঘ্রই বলিউড ডেবিউ হতে চলেছে রিজিংয়ের।
গুলশন গ্রোভার (Gulshan Grover)- বলিউডের ‘ব্যাড ম্যান’ হিসেবে পরিচিত গুলশন। তাঁর ছেলে সঞ্জয় গ্রোভারও বলিউড অভিনেতা হতে চান। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, সঞ্জয় এই মুহূর্তে একটি আন্তর্জাতিক প্রোজেক্টের দায়িত্ব সামলাচ্ছেন।
রাজা মুরাদ (Raza Murad)- বহু সুপারহিট হিন্দি সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করা রাজা মুরাদকে কে না চেনেন। শোনা যাচ্ছে, ওনার ছেলে আলি মুরাদ বলিউডে পা রাখার জন্য একেবারে তৈরি হয়ে গিয়েছেন। এখন নাকি তিনি লন্ডনে থিয়েটারের ট্রেনিং নিচ্ছেন। এরপরই বলিউডে পা রাখবেন আলি।
সুরেশ ওবেরয় (Suresh Oberoi)- বলিউডের নামী ভিলেন সুরেশ ওবেরয়ের ছেলেও জনপ্রিয় অভিনেতা। সুরেশের ছেলে বিবেক বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। নায়ক এবং ভিলেন দুই চরিত্রেই দেখা গিয়েছে তাঁকে। তবে বেশ কয়েক বছর ধরে বড় পর্দায় সেভাবে দেখা যাচ্ছে না বিবেককে।
কবীর বেদী (Kabir Bedi)- বলিউড ইন্ডাস্ট্রির নামী অভিনেতা কবীর বেদী বহু ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর ছেলেও কিন্তু কম যান না। কবীরের ছেলে অ্যাডাম বেদী আন্তর্জাতিক মডেল হিসেবে বেশ সুপরিচিত।
দলীপ তাহিল (Dalip Tahil)- ইতিবাচক এবং নেতিবাচক- দুই ধরণের চরিত্রেই অভিনয় করেছেন অভিনেতা দলীপ তাহিল। তাঁর ছেলে ধ্রুব তাহিল এই মুহূর্তে অভিনয় জগতে পা রাখার জন্য তৈরি হচ্ছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ধ্রুব এখন লন্ডনে মডেলিং করেন।
ম্যাক মোহন (Mac Mohan)- ‘শোলে’ ছবিতে শাম্মার চরিত্রে অভিনয় করা ম্যাক মোহনকে কে না চেনেন! ওনার মেয়েরাও বেশ জনপ্রিয়। অপরদিকে শোনা যাচ্ছে, তাঁর ছেলে বিক্রান্ত মোহন শীঘ্রই অভনয় জগতে পা রাখতে চলেছেন।
এম.বি.শেট্টি (M.B Shetty)- আশির দশকে বহু সুপারহিট ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন এম.বি.শেট্টি। তাঁর ছেলেও কিন্তু বলিউডের পরিচিত নাম।
এম.বি.শেট্টির ছেলে হলেন বলিপাড়ার নামী পরিচালক রোহিত শেট্টি। ‘গোলমাল’ থেকে শুরু করে ‘সিংঘম’, ‘সিম্বা’ থেকে শুরু করে ‘সূর্যবংশী’ বহু সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি।