• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঝড় উঠবে TRP-তালিকায়! ত্রিশূল হাতে ভন্ড শৈল মা ফিরতেই শোরগোল গৌরী এলোর ভক্তদের মধ্যে

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হল জি বাংলার (Zee Bangla) ‘গৌরী এলো’ (Gouri Elo)। ভক্তিমূলক এই সিরিয়ালটি নিয়ে বরাবরই দর্শকমহলে কৌতুহল রয়েছে চোখে পড়ার মতো। কিছুদিন আগেই সিরিয়ালটির স্লট পরিবর্তন হওয়ার পর কিছুটা হলেও বদল এসেছে টিআরপি (TRP) তালিকাতেও। তবে দর্শকমহলে এই সিরিয়ালটির জনপ্রিয়তা আজও রয়েছে চোখে পড়ার মতো।

সিরিয়ালের নায়ক নায়িকা ঈশান-গৌরী (Ishan-Gouri) দর্শকদের পছন্দের জুটিদের মধ্যে অন্যতম। সেই সাথে এই সিরিয়ালের অন্যতম প্রধান খলনায়িকা শৈলমাকেও দারুন পছন্দ করেন দর্শকরা। যদিও বেশ কিছুদিন ধরেই নিজের রাজকীয় ঠাঁট-বাট শয়তানি সবকিছু থেকে দূরে থাকতে দেখা গিয়েছিল শৈলমাকে। কিছুদিন ভালো হওয়ারও অনেক চেষ্টা করেছিল সে।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,গৌরী এলো,Gouri Elo,গৌরী,Gouri,তারা,Tara,শৈলমা,Shailama,নতুন প্রোমো,New Promo

কিন্তু কথায় আছে অতীত কারও পিছু ছাড়ে না। আরও  একবার প্রমাণিত হলো সেই কথাই। তাই আবার নতুন করে জাঁকিয়ে বসতে চলেছে শৈল মা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে শুভ অশুভয় মহাযুদ্ধ নামে গৌরী এলোর একটি নতুন প্রমো (New Promo)। এই প্রমোতে দেখা যাচ্ছে শৈল মা, সাদা থান আর সাদামাটা সাজ পোশাক ছেড়ে আবার ফিরে এসেছেন তার সেই আগের সাজে। খোলা চুল, কপালে বড় টিপ্, পরনে লাল শাড়ি আর ভারি গয়না সঙ্গে হাতে তার সেই পুরনো ত্রিশূল।

প্রোমোতে দেখা যাচ্ছে আবারও শৈলমাকে দেখতে ভক্ত সমাগম হয়েছে ঘোষাল বাড়িতে। তাকে দেখে আবারও  ভক্তরা বলে উঠছেন ‘জয় শৈলমায়ের জয় ‘! এরপরেই দেখা যাচ্ছে ভক্তদের সবার মধ্যে দিয়েই মন্দিরের দালানে শৈল মা উঠতে গেলে তার পথে বাধা নিয়ে দাঁড়িয়ে গৌরী বলতে শুরু করে ‘আবার আপনি পাপ কাজ শুরু করলেন?’

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,গৌরী এলো,Gouri Elo,গৌরী,Gouri,তারা,Tara,শৈলমা,Shailama,নতুন প্রোমো,New Promo

জবাবে শৈল মা-ও  কোনরকম রাখঢাক না রেখে সরাসরি হুমকি দিয়ে শৈল মা গৌরীকে জানিয়ে দেয়, এবার তার পথে বাধা হয়ে দাঁড়ালে সে এই ত্রিশূল তার শরীরে বিঁধিয়ে দেবে। তখন গৌরীর পাশে থাকা তারা বলে ওঠে ‘এটা ত্রিশূল কোথায় বন্ধু তোমার হাতে তো ফুল’।

এরপরেই দেখা যায় মুহূর্তের মধ্যে তইলো মায়ের হাতে থাকা ত্রিশূল বদ বদলে গিয়েছে পদ্মফুলে, এই প্রমো দেখেই সৈরমা আবার নিজের স্বরূপে ফিরেছে বলে উচ্ছসিত হয়ে পড়েছেন দর্শকরা। নতুন প্রোমো ভিডিওর কমেন্ট সেকশনে দর্শকরা লিখেছেন ‘এটাই চাইছিলাম শৈলম আবার নিজের স্বরূপে ফিরে এসেছে’। সব মিলিয়ে শৈলমার কামব্যাক ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।