• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুক্তির আগেই পাঠান ঝড়! শাহরুখ অভিনীত আসন্ন সিনেমার ডিজিটাল রাইট বিক্রি হল এত কোটিতে

Published on:

Pathan,পাঠান,Shahrukh Khan,শাহরুখ খান,সিদ্ধার্থ আনন্দ,Sidharth Anand,ডিজিটাল স্বত্ব,Digital Right

সাউথের সিনেমার রমরমা বাজারে বলিউডের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবার ময়দানে নামছেন কিং খান। অনুরাগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রূপালি পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)। দীর্ঘ ৪ বছর পর এস আর কে-এর কামব্যাক ঘিরে দারুণ উচ্ছসিত ভক্তদের। পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Sidharth Anand) পরিচালিত এই সিনেমাটি ইদানীং সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মাল্টি স্টারার এই ছবিতে শাহরুখের সাথেই দেখা যাবে তার লাকি চার্ম হিরোইন তথা বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনকে। থাকবেন বলিউডের অ্যাকশন হিরো জন আব্রাহামকেও। ‘পাঠান’ (Pathan) সিনেমায় নিজের লুকের প্রথম ছবি শেয়ার করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেতা। পাঠানের ফার্স্ট লুকের ছবিতে ৫৬ বছর বয়সী কিংখানের এই ছবি দেখে রীতিমতো ঘুম উড়েছিল নেটিজেনদের।

Pathan
নির্মাতাদের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে ছবি মুক্তির দিনক্ষণ। জানা যাচ্ছে আগামী বছরের ২৩ জানুয়ারি মুক্তি পাবে পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন ড্রামা। প্রসঙ্গত শাহরুখ অভিনীত শেষ ছবি হল জিরো। এই সিনেমার পর একটা লম্বা সময় পর্যন্ত খানিকটা ইচ্ছাকৃতভাবেই অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন বাদশা। তবে এখন পাঠান সিনেমার হাত ধরে সবার মুখে মুখে ঘুরছে কিং খানের নাম।

এরইমধ্যে সামনে এসেছে একটি বড় খবর। জানা যাচ্ছে, ছবিটি মুক্তির আগেই নির্মাতারা পাঠান সিনেমাটি নিয়ে একটি বড়সড় ডিজিটাল চুক্তি করে ফেলেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর ইতিমধ্যেই শাহরুখ খান অভিনীত এই ছবির ডিজিটাল স্বত্ব (Digital Right) বিক্রি হয়েছে বিপুল অঙ্কের টাকার বিনিময়ে। আদিত্য চোপড়ার, যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবির সাথে বড়সড় একটি ওটিটি প্ল্যাটফর্মের চুক্তি হয়েছে বলে খবর। জানা যাচ্ছে ছবিটির ডিজিটাল স্বত্ব প্রায় ২১০ কোটি টাকায় বিক্রি করেছেন নির্মাতারা।

Pathan,পাঠান,Shahrukh Khan,শাহরুখ খান,সিদ্ধার্থ আনন্দ,Sidharth Anand,ডিজিটাল স্বত্ব,Digital Right

প্রসঙ্গত পাঠান ছাড়াও এই মুহূর্তে শাহরুখ খানের হাতে রয়েছে ঠাসা কাজ। আগামী দিনে অটলি কুমারের লায়ন এবং রাজকুমার হিরানির ডাঙ্কি ছাড়াও দু’দুটি ক্যামিও চরিত্রে দেখা যাবে কিং খানকে। জানা গেছে অভিনেতা আর মাধবনের আসন্ন সিনেমা ‘রকেট্রি – দ্য নাম্বি ইফেক্ট-এ একটি ক্যামিও চরিত্র করবেন শাহরুখ।এছাড়াও করণ জোহরের সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহিনী’তে কাজলের সাথে আরও একটি ক্যামিও চরিত্র করবেন বাদশা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥