• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বক্স অফিস কাঁপাতে ‘বানর’ অবতারে আসছেন বাদশাহ! ফাঁস ‘Brahmastra’ ছবিতে শাহরুখের নিউ লুকের ভিডিও

Updated on:

Shah Rukh Khan’s look as Vanar Astra in Brahmastra goes viral, watch video

দর্শকরা দীর্ঘ সময় ধরে অয়ন মুখার্জি পরিচালিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) সিনেমাটির অপেক্ষা করছিলেন। অবশেষে আগামী সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে চলেছে সেই সিনেমা। এক এক করে প্রকাশ্যে এসেছেন প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর লুক। তবে দর্শকরা সবচেয়ে বেশি যে অভিনেতার লুক দেখা গিয়ে আগ্রহী ছিলেন তিনি হলেন শাহরুখ খান (Shah Rukh Khan)।

রণবীর কাপুর-আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’য় যে বলিউড ‘বাদশা’কে ক্যামিও চরিত্রে দেখা যাবে তা আগেই জানা গিয়েছিল। তবে ‘কিং খান’কে কেমন লাগছে, তা দেখার জন্য আর তোর সইতে পারছিলেন না তাঁরা। তবে নিরাপত্তার বেষ্টনী ফাঁস করে শাহরুখের লুক ফাঁস হওয়া ছিল এক কথায় প্রায় অসম্ভব। তবে সেই অসম্ভবই এবার সম্ভব হয়েছে।

Shah Rukh Khan

সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় শাহরুখের লুক। যখন অয়নের ছবির ট্রেলার রিলিজ করেছিল, তখনই শাহরুখকে অল্প সময়ের জন্য দেখা গিয়েছিল। বেশ কয়েকজন দর্শক ‘কিং খান’কে কিন্তু চিনতেও পেরেছিলেন। তবে এবার একেবারে স্পষ্টভাবে তাঁর লুক প্রকাশ্যে এসেছে।

ভাইরাল হওয়া সেই ভিডিওয় দেখা গিয়েছে, আগুনের মধ্যে ঘিরে রয়েছেন শাহরুখ। এরপর হঠাৎই হাওয়ায় উড়তে থাকেন তিনি। এরপর পিছনে হনুমানের আকৃতি তৈরি হয়। শোনা যাচ্ছে, রণবীর-আলিয়া অভিনীত এই সিনেমায় ‘কিং খান’কে বানরাস্ত্র রূপে দেখা যাবে। তবে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এটি সত্যিই শাহরুখের লুক নাকি কোনও অনুরাগীর এডিট, তা নিয়ে সংশয় জন্মেছে নেটিজেনদের মনে।

তবে বানরাস্ত্র রূপে শাহরুখের লুক দেখে নেটিজেনদের একাংশ কিন্তু জানিয়ে দিয়েছে, সাউথের ছবিকে টেক্কা দেবেই ‘ব্রহ্মাস্ত্র’। একজন নেটিজেন যেমন লিখেছেন, ‘ব্রহ্মাস্ত্র সিনেমায় শাহরুখ খান নিজের সিগনেচার পোজ দিচ্ছেন। একমাত্র ছবি যা নিয়ে আগ্রহী হওয়া যায়’।

Brahmastra

অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন বিনোদন দুনিয়ার একাধিক সুপারস্টার। মুখ চরিত্রে দেখা যাবে রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে। এছাড়াও অমিতাভ বচ্চন, নাগার্জুন, শাহরুখ খান, মৌনী রায়ের মতো শিল্পীদেরও নিজেদের প্রতিভা প্রদর্শন করতে দেখা যাবে ‘ব্রহ্মাস্ত্র’য়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥