• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চারবছর পর বলিউডে ফিরেও কপি! শাহরুখের ‘জওয়ান’ হলিউডের এই সিনেমার হুবুহু নকল

জাওয়ান,শাহরুখ খান,বলিউড,হলিউড,কপি,ডার্কম্যান,Jawan,shah rukh khan,Bollywood,Hollywood

দীর্ঘদিন ভক্তদের অপেক্ষা করিয়ে রেখেছেন বলিউডের কিং খান। চার বছর পর্দায় দেখা যায়নি শাহরুখ খানকে (Shah Rukh Khan)। নিজেই কাজ থেকে সমস্তকিছু থেকে লম্বা বিরতি নিয়েছিলেন। সেই ছুটির মেয়াদ শেষ হতেই একের পর এক সাড়া জাগানো সব নিয়ে সিনেমা নিয়ে একেবারে রাজার মতো মেজাজ নিয়েই রুপোলি পর্দায় ফিরছেন বলিউড বাদশা। যদিও ইদানীং কিং খান ব্যস্ত রয়েছেন পরিচালক সিদ্ধান্ত আনন্দ পরিচালিত ‘পাঠান’ (Pathan) সিনেমার শুটিংয়ে।

এরই মধ্যে গতকাল সাউথের জনপ্রিয় পরিচালক অ্যাটলি পরিচালিত বহু প্রতিক্ষীত সিনেমার Teaser প্রকাশ্যে এসেছে। প্রসঙ্গত এই সিনেমার নাম নিয়েও কম জল্পনা ছিল না। অবশেষে অনেক ভেবে চিন্তে সিনেমার নাম দেওয়া হয়েছে ‘জাওয়ান’ (Jaawan)। অ্যটলির (Atlee) নাকি অনেক দিনের স্বপ্ন ছিল শাহরুখ খানের সাথে সিনেমা বানানোর। অবশেষে পরিচালকের সেই রূপ নিতে চলেছে বাস্তবে। এছাড়া এই সিনেমার হাত ধরেই সাউথের সিনেমায় প্রথম ডেবিউ হচ্ছে কিং খানের।

জাওয়ান,শাহরুখ খান,বলিউড,হলিউড,কপি,ডার্কম্যান,Jawan,shah rukh khan,Bollywood,Hollywood

দীর্ঘ অপেক্ষা শেষে এক্কেবারে নাটকীয় ভাবে দর্শকদের সারপ্রাইজ দিয়েছেন অভিনেতা। এর আগে অবধি এই ছবি নিয়ে বিশেষ উচ্চবাচ্যই করেননি শাহরুখ। ছবির নাম, লুক সব নিয়েই মানুষের কৌতুহল ছিল প্রবল। শুক্রবার, প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই যারপরনাই খুশি ভক্তকূল।

জাওয়ান,শাহরুখ খান,বলিউড,হলিউড,কপি,ডার্কম্যান,Jawan,shah rukh khan,Bollywood,Hollywood

তবে বলি বাদশার প্রথম লুক দেখে কার্যত চমকেই গিয়েছিলেন দর্শকেরা। শাহরুখের গোটা মুখ ব্যান্ডেজে ঢাকা, ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে ক্ষত বিক্ষত মুখ। আহত অবস্থায় ভয়ঙ্কর চাহনিতে এক চোখে ক্যামেরায় তাকিয়েছেন তিনি। অন্ধকার স‍্যাঁতস‍্যাঁতে একটা ঘরে তাঁর বসবাস। তবে একা নয়, একগাদা অস্ত্রশস্ত্রেরও দেখা মিলেছে ওই ভিডিওতে।

তবে টিজার প্রকাশ পেতেই শাহরুখের ‘চুরি’ হাতেনাতে ধরলেন নেটিজেনরা৷ নেটিজেনদের বুঝতে অসুবিধা হয়নি এই ছবি একদম হুবুহু কপি। ১৯৯০ সালের স‍্যাম রাইমি (Sam Raimi) পরিচালিত ছবি ‘ডার্কম‍্যান’এর নায়ক লিয়াম নিসনের হুবুহু অনুকরণ শাহরুখের লুক। তার লুকও ঠিক এমনটাই ছিল হলিউড অভিনেতার। আর এই মিল পেতেই শোরগোল শুরু সোশ্যাল মিডিয়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥