শাহরুখ খান (Shahrukh Khan), নামটাই যথেষ্ট। বলিউডের (Bollywood) বাদশা তিনি, অনুরাগীরা তো SRK বলতে অজ্ঞান। প্রতিটা মুহূর্ত কয়েক কোটি মানুষকে অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন তিনি। আর আজ অর্থাৎ ২রা নভেম্বর সেই বেতাজ বাদশার জন্মদিন। প্রত্যেক বছররেই আজকের দিনটাকে বাজি পুড়িয়ে,কেক কেটে , একেবারে উৎসবের মতো পালন করে থাকেন শাহরুখ ভক্তরা।
আজই ৫৭ বছর বয়সে পা দিলেন বলিউডের বাদশা। কিন্তু বয়স তার কাছে একটা সংখ্যা মাত্র। একথা প্রমাণ করেছেন আগেও বহুবার। তাই আজকের দিনে দাঁড়িয়ে বয়স প্রায় ৬০ ছুঁই ছুই হলেও, সময়ের সাথে সাথেই বেড়ে চলেছে কিং খানের ফ্যান ফলোয়িং। প্রিয় নায়কের জন্মদিন বলে কথা! তাই গতকাল মাঝরাত থেকেই উৎসবের আনন্দে মেতে উঠেছে সারা দেশের এসআরকে ভক্তরা ।
তাই শাহরুখ ভক্তদের কাছে দিওয়ালি শেষ হয়ে গেলেও উৎসব চলবে আজও। SRK -কে নিয়ে তাঁর বরাবরই তাঁর ভক্তদের মধ্যে উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। গতকাল মাঝরাতেও তার অন্যথা হয়নি।স্বপ্নের নায়ককে তাঁর জন্মদিনের রাতে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষ। ক্যামেরার ঝলকানিতে ততক্ষণে মুহূর্ত বন্দি মুঠোফোনে।
সোশ্যাল মিডিয়ার দৌলাতে গতকাল রাত থেকেই সেই বিশেষ মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে । প্রতিবারের মতো এবারও SRK নিরাশ করেননি তাঁর অনুরাগীদের। চেনা মেজাজে কালো টিশার্টে ধরা দিলেন মান্নাতের ব্যালকনিতে। অনুরাগীদের উদ্দেশ্যে সেই চিরাচরিত ভঙ্গিতেই কখনও হাত নাড়লেন, তো কখনও চুমু ছুঁড়ে দিলেন । উঁচু থেকেই সেল্ফি তুলে সেই মুহূর্ত বন্দি করলেন কিং খান। সাথে হাজির ছিলেন ছোট ছেলে আব্রামও।
View this post on Instagram
যদিও গত বছরেও তুলনিয় আজকের দিনটা একটু বেশিই মলিন ছিল কিং খানের কাছে। আরিয়ানের জেল হেফাজত হওয়ার পর থেকে নিজেকে বেশ খানিকটা গুটিয়েও নিয়েছিলেন SRK। বন্ধ রেখেছিলেন শুটিংয়ের কাজও, কিন্তু সেই সময় প্রিয় অভিনেতার হাত ছাড়েননি তাঁর অগণিত অনুরাগী। ভক্তরাই কঠিন পরিস্থিতিতেও শক্ত হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছিলেন তাদের ভগবানকে ।
তাই এবারের জন্মদিনে অনুরাগীদের জন্য একটি বিশেষ প্ল্যানিং রয়েছে SRK- এর। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর পিংকভিলাকে একটি সূত্র জানিয়েছে এ বছরে জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে শাহরুখ খানের। মুম্বাইয়ের তাজ হোটেলে অনুরাগীদের সাথেই কেক কেটে জন্মদিন উদযাপন করতে চলেছেন কিং খান । জানা যাচ্ছে শাহরুখ খানের একটি ফ্যান ক্লাবের তরফ থেকে এই মিটার অ্যান্ড গ্রীটের আয়োজন করা হয়েছে।