বলিউডের সিনেমার পিছনে পাগল ভক্তের সংখ্যা ভারতবর্ষে কম নেই। তবে শুধু যে ভারতে তা কিন্তু নয়! ভারতের বাইরে গোটা বিশ্বেই বলিউডের দিওয়ানা ভর্তি রয়েছে। শাহরুখ খান থেকে সালমান খান এমনকি সোনু সুদের ফ্যানের সংখ্যাও নেহাত কম নয়। আর ব্যাপক জনপ্রিয়তার সাথে বিশেষ সন্মানও পেয়েছেন এই তারকারা। এমন অনেক তারকা রয়েছেন যারা সংযুক্ত আরব আমিরশাহির গোল্ডেন ভিসা পেয়ে গিয়েছেন।
UAE এর এই গোল্ডেন ভিসা পাওয়ার সাথে সাথেই বিশেষ কিছু সুবিধাও পেয়েছেন বলি তারকারা। যেমন যখন খুশি ছুটি কাটাতে আসা থেকে যে কোনো কাজে নির্দ্বিধায় এসে কাজ এমনকি বসবাস করা ও সম্পত্তি কেনাকাটাও করতে পারবেন তারা। ২০১৯ সালেই এই গোল্ডেন ভিসা চালু করা হয়। এই গোল্ডেন ভিসা ১০ বছরের জন্য বৈধ থাকবে। আজ আপনাদের এমন ১০ জন তারকার সাথে পরিচয় করবো যারা UAE Golden Visa পেয়েছেন।
১. শাহরুখ খান (Shahrukh Khan) : বলিউডের কিং খান শাহরুখ খান হলেন প্রথম অভিনেতা যিনি UAE গোল্ডেন ভিসা পেয়েছেন। প্রায়শই তিনি দুবাই যাত্রা করেন। এমনকি সেখানে পাম জুমেইরাতে এক এলাহী সম্পত্তিও রয়েছে তাঁর।
২. বনি কাপুর ও তাঁর ফ্যামিলি (Bony Kapoor & Family) : বলিউডের অভিনেতা বনি কাপুর নিজের দুর্দান্ত অভিনয়ের জন্য গোটা বিশ্বেই সমাদৃত হয়। অভিনেতাকে ও তার পুরো পরিবারকেই গোল্ডেন ভিসা দেওয়া হয়েছে। যার দরুন বনি কাপুর তো বটেই সাথে তার চার ছেলে মেয়ে রাও গোল্ডেন ভিসার সুবিধা পাবে।
৩. সঞ্জয় দত্ত (Sanjay Dutta) : KGF ২ এর ভিলেন সঞ্জয় দত্ত বর্তমানে দুর্দান্ত অভিনয়ের জন্য চর্চায় রয়েছেন। অভিনেতাকে ২০২১ সালে UAE এর থেকে গোল্ডেন ভিসা দেওয়া হয়েছিল। অভিনেতা এর জন্য ধন্যবাদ জানিয়েছিলেন অফিসিয়াল টুইটার থেকে টুইট করে।
৪. মৌনী রায় (Mouni Roy) : বলিউডের সুন্দরী অভিনেত্রী মৌনী রায়। নাগিন সিরিয়ালের জন্য ব্যাপক জনপ্রিয় তিনি। তাকেও সংযুক্ত আমির শাহীর তরফ থেকে গোল্ডেন ভিসা দেওয়া হয়েছে।
৫. উর্বশী রাউতেলা (Urvasih Rautela) : ভারতীয় অভিনেত্রী উর্বশী রাউতেলা। অভিনেত্রীই প্রথম যিনি মাত্র ১২ ঘন্টার মধ্যেই দুবাইয়ের গোল্ডেন ভাষা পেয়ে গিয়েছিলেন।
৬. বরুন ধাওয়ান (Varun Dhawan) : বিখ্যাত বলিউডের পরিচালক ডেভিড ধাওয়ান পুত্র বরুন ধাওয়ান। তাঁকেও UAE থেকে এই বিশেষ সন্মান প্রদান করা হয়েছে।
৭. সোনু সুদ (Sonu Sood) : বলিউডের ভিলেন তথা বাস্তবের মাসীহা সোনু সুদ। অভিনেতাকে দুবাই সরকার গোল্ডেন ভিসা দিয়েছে। বিশেষ সন্মান পাওয়ার পর অভিনেতা কৃতজ্ঞতা জানিয়েছিলেন টুইটারে।
৮. ফারাহ খান (Farah Khan) : বিখ্যাত বলিউড পরিচালক তথা কোরিওগ্রাফার ফারাহ খান। তাকেও গোল্ডেন ভিসা দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহ থেকে।
৯. রণবীর সিং (Ranveer Singh) : বলিউডের গালি বয় রণবীর সিং। কিছুদিন আগেই অভিনেতাকে UAE গোল্ডেন ভিসা প্রদান করা হয়েছে।
১০. সুনীল শেট্টি (Sunil Shetty) : বলিউডের অভিনেতা সুনীল শেট্টি। বর্তমানে তিনিও একজন UAE গোল্ডেন ভিসা প্রাপ্ত তারকা।