• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফুচকা দেখলেই সালমানো মুশকিল! পানিপুরি দেখে জিভ লকলক করে ওঠে এই ৭ বলি তারকার

Published on:

Shahrukh Khan to Kangana Ranaut 7 Bollywood Celebrities who loves eating Panipuri

প্রায় প্রত্যেক মানুষের প্রিয় স্ট্রিট ফুডের তালিকাতেই নাম থাকে ফুচকা (Panipuri)। চটপটে, টক-ঝাল এই খাবারে প্রেমে হাবুডুবু খায় প্রায় প্রত্যেক বাঙালি। অবশ্য শুধুমাত্র বাংলাতেই নয়, ফুচকার জনপ্রিয়তা সারা দেশে। কোথাও ডাকা হয় ‘গোলগাপ্পা’ নামে আবার কোথাও ‘পানিপুরি’। নাম যাই হোক না কেন, ফুচকা সব জায়গাতেই সুপারহিট। বলিউডেও বহু তারকা রয়েছেন যারা ‘ফুচকা’ বলতে অজ্ঞান! আজকের প্রতিবেদনে এমনই ৭ ফুচকাপ্রেমী বলিউড তারকার (Bollywood celebs) নাম তুলে ধরা হল।

কঙ্গনা রানাউত (Kangana Ranaut)- বলিউডের ‘ক্যুইন’এর নাম তালিকায় সবার প্রথমে রয়েছে। বহুবার রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ফুচকার স্টল দেখলেই নিজেকে আটকাতে পারেন না কঙ্গনা।

Kangana Ranaut eating Fuchka, Kangana Ranaut eating Golgappa

রণবীর কাপুর (Ranbir Kapoor)- বলিউডের এই সুদর্শন অভিনেতার নামও লিস্টে রয়েছে। ফুচকা নিয়ে রণবীরের একটি গল্পও রয়েচে। শোনা যায়, একটি ঠাণ্ডা পানীয়ের বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় ফুচকার ঠেলা গাড়ি দেখে সেখানে মশগুল হয়ে খেতে শুরু করে দিয়েছিলেন অভিনেতা।

Ranbir Kapoor eating Fuchka, Ranbir Kapoor eating Panipuri

শিল্পা শেট্টি (Shilpa Shetty)- বলিউডের এই ফিট অভিনেত্রী অত্যন্ত কড়া ডায়েট মেনে চলেন। কিন্তু তাই বলে ফুচকার সঙ্গে কোনও কম্প্রোমাইজ করেন না শিল্পা। স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে বহুবার ফুচকা খাওয়ায় ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় হসেয়ার করেছেন অভিনেত্রী। এমনকি রাস্তায় দাঁড়িয়েও ফুচকা খেতে দেখা গিয়েছে তাঁকে।

Shilpa Shetty eating Golgappa, Shilpa Shetty eating Fuchka

শাহরুখ খান (Shah Rukh Khan)- বলিউড ‘বাদশা’র নামও এই লিস্টে রয়েছে। ‘জিরো’ ছবির ট্রেলার লঞ্চের সময় ক্যাটরিনা কাইফ এবং অনুষ্কা শর্মা যখন অনুরাগীদের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। তখন শাহরুখ মন দিয়ে ফুচকা খাচ্ছিলেন। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল সেই ছবি।

Shah Rukh Khan eating Fuchka, Shah Rukh Khan eating Panipuri

অনুষ্কা শর্মা (Anushka Sharma)- বলিপাড়ার এই সুন্দরী অভিনেত্রীও প্রচণ্ড স্বাস্থ্য সচেতন। কড়া ডায়েট মেনে চলেন। কিন্তু তাই বলে ফুচকার সঙ্গে কোনও কম্প্রোমাইজ করেন না বিরাট কোহলির স্ত্রী। অন্তঃসত্ত্বা থাকাকালীন চুটিয়ে ফুচকা খেতেন অনুষ্কা। এছাড়াও বিরাটের সঙ্গে বিদেশে ঘুরতে গিয়েও ফুচকা খেতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

Anushka Sharma eating Fuchka, Anushka Sharma eating Panipuri

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)- শুধুমাত্র রণবীরই নন, তাঁর প্রাক্তন প্রেমিকা দীপিকাও কিন্তু ‘ফুচকা লাভার’। ‘তামাশা’ ছবির শ্যুটিংয়ের সময় রাস্তায় দাঁড়িয়েই ফুচকা খাওয়া শুরু করে দিয়েছিলেন দু’জনে। দুই তারকাকে দেখতে ভিড় জমে গিয়েছিল। ভিড় সামলাতে পুলিশের নাজেহাল অবস্থা হয়ে গেলেও তাঁদের সেই দিকে কোনও ভ্রূক্ষেপ ছিল না।

Deepika Padukone eating Fuchka, Deepika Padukone eating Panipuri

ইরফান খান (Irrfan Khan)- শুধুমাত্র বলিউড নয়, হলিউডেরও পরিচিত মুখ ইরফান। নামী এই অভিনেতা আজ আমাদের মধ্যে না থাকলেও তিনি খুব বড় ‘ফুচকা প্রেমী’ ছিলেন।

Irrfan Khan eating Fuchka, Irrfan Khan eating Panipuri

ইরফানের মৃত্যুর পর তাঁর ছেলে বাবিল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল, মনের সুখে ফুচকা খাচ্ছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥