বলিউড (Bollywood) তারকাদের নিয়ে মানুষের মধ্যে উন্মাদনার শেষ নেই। কেউ শাহরুখের জন্য পাগল তো কেউ ঋত্বিকের জন্য। এই সমস্ত তারকারা যে শুধুই জনপ্রিয় তা নয়, বলিউডের দৌলতে কোটি কোটি টাকার মালিক তারা। তবে, আজ তাদের সম্পত্তির পরিমান কোটিতে হলেও জানেন কি কেরিয়ারের শুরুতে কত টাকা পারিশ্রমিক হিসাবে পেতেন এই তারকারা। আসুন জেনে নেওয়া যাক বলিউডের সাত বিখ্যাত তারকাদের প্রথম দিকের বেতন।
১. শাহরুখ খান (Shahrukh Khan)
বলিউডের কিং শাহরুখ খান। আজ বলিউডের কিং হলেও শুরুতে ছবিটা ছিল অন্য রখম। শাহরুখ খান তার প্রথম বেতন হিসাবে ৫০ টাকা পেয়েছিলেন মাত্র। যা তিনি তাজ মহল দেখার জন্য খরচ করেছিলেন।
২. অক্ষয় কুমার (Akshay Kumar)
বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে সকলেই চেনে। কমেডি হোক বা অ্যাকশন সবেতেই নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নেন এই অভিনেতা। কিন্তু এই অভিনেতারও শুরুর দিকটা খুব একটা বিলাসবহুল ছিল না। ছবির জগতে পা রাখার আগে অক্ষয় কুমার একজন শেফ ছিলেন। মাসে ১৫০০ টাকা উপার্জন করতেন মাত্র।
৩. আমির খান (Amir Khan)
বলিউডের অভিনেতা আমির খানকে অনেকেই মিস্টার পারফেক্ট হিসাবে চেনেন। কিন্তু জানেন কি শুরুতে বলিউডের মিস্টার পারফেক্ট মাত্র ১০০ টাকা পেতেন একজন আসিসটেন্ট ডিরেক্টর হিসাবে।
৪. ঋত্বিক রোশন (Hrittick Roshan)
বলিউডের ড্যাশিং হিরো ঋত্বিক রোশন। অনেকে গ্রিক দেবতার সাথে অভিনেতার তুলনা করেন। নিজের দুর্দান্ত বডির জন্য অনেকেরই প্রথম পছন্দ অভিনেতা। অভিনেতা খুব ছোটবেলায় প্রথম একটি ছবিতে অভিনয় করেছিলেন। সে সময় ১০০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন ছোট্ট ঋত্বিক। যা দিয়ে তিনি একটি খেলনার গাড়ি কিনেছিলেন।
৫. প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউডে পর্যন্ত পা রেখেছেন। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব পেয়েছিলেন অভিনেত্রী। জীবনের প্রথম মাইনে হিসাবে পেয়েছিলেন মাত্র ৫০০০ টাকা। যেটা অভিনেত্রী তার মাকে দিয়েছিলেন।
৬. ধর্মেন্দ্র (Dharmendra)
নব্বই এর দশকের বিখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র। বিশেষত শোলে ছবিতে তার অভিনয় আজও লোকে মনে রেখেছে। অভিনেতা প্রথম বেতন হিসাবে পেয়েছিলেন মাত্র ৫০০ টাকা।
৭. অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)
বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। একসময় অভিনয়ের জন্য জিজের কাজ ছেড়ে মুম্বাই এ পা রেখেছিলেন। সেই একটা সিদ্ধান্ত আজ তার জীবন বদলে দিয়েছে। অভিনেতা প্রথম বেতন হিসাবে পেছিলেন মাত্র ৫০০ টাকা।