দীর্ঘ ৪ বছরের অপেক্ষা শেষে বড়পর্দায় নায়ক হিসেবে কামব্যাক করছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আর মাত্র সপ্তাহ দু’য়েকের অপেক্ষা, এরপরই রিলিজ করবে ‘পাঠান’ (Pathaan)। মুক্তির আগে সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া শুধুই ‘পাঠানময়’। ‘বেশরম রঙ’ বিতর্কের আগুন এখনও ধিকি-ধিকি জ্বলছে। এসবের মাঝেই মঙ্গলবার প্রকাশ্যে এল শাহরুখ-দীপিকার ‘পাঠান’এর ট্রেলার (Pathaan trailer)।
প্রায় আড়াই মিনিটের সেই ট্রেলার দেখার পরই কিছুটা নরম হয়েছে বয়কটকারীদের সুর। এতদিন পর্যন্ত যেমন সোশ্যাল মিডিয়া খুললেই ‘পাঠান’ বয়কটের ডাক চোখে পড়ত, আজ থেকে সেই চিত্র কিছুটা বদলেছে। ক্ষোভ উগড়ে দেওয়া নয়, বরং নেটিজেনদের একটি বৃহৎ অংশ শাহরুখের ছবিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে।
এই মুহূর্তে টুইটার খুললেই ট্রেন্ডিং টপিকের মধ্যে চলে এসেছে ‘পাঠান’এর ট্রেলার। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইউটিউবে প্রায় ৫ মিলিয়নের কাছাকাছি ভিউজ পেয়েছে শাহরুখের ছবির ট্রেলার ভিডিও। ৫৭ বছর বয়সে ‘কিং খান’এর দমদার অ্যাকশন দেখে মুগ্ধ হয়েছেন প্রত্যেকে।
‘পাঠান’এর ট্রেলারে দেখা গিয়েছে, জন আব্রাহাম একটি জঙ্গি গোষ্ঠীর অংশ। সেই গোষ্ঠীর আগামী নিশানা হল ভারত। দেশকে বাঁচানোর দায়িত্বই গিয়ে পড়বে ‘পাঠান’ তথা শাহরুখ খানের ওপর। ট্রেলারে দেখা মিলেছে, দীপিকা পাড়ুকোনেরও। শাহরুখের মতোই ছবিতে বলি সুন্দরীকেও একজন সৈনিকের চরিত্রেই দেখা যাবে। তবে দীপিকা সত্যিই দেশকে বাঁচাতে চায় নাকি সে জনের দলের গুপ্তচর তা নিয়ে সংশয় রয়েছে দর্শকদের একাংশের মনে।
মারকাটারি অ্যাকশন, উষ্ণ রোম্যান্স এবং সব শেষে শাহরুখের মুখে ‘জয় হিন্দ’, সব মিলিয়ে রিলিজ হওয়া মাত্রই দর্শকমহলে সুপারহিট ‘পাঠান’এর ট্রেলার। একশ্রেণির দর্শক যেমন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সত্যিকারের ভারতীয়রা এই ট্রেলার দেখে এনজয় করছেন। আর অন্ধভক্তরা কোনায় বসে কাঁদছেন।
‘পাঠান’এর ট্রেলার রিলিজ হওয়ার পর থেকে ‘বয়কটকারী গ্যাং’ কার্যত কোনঠাসা হয়ে পড়েছে। একজন নেটিজেন যেমন লিখেছেন, ‘ফের শাহরুখের বিরুদ্ধে ট্রেন্ড চালানোর জন্য বয়কট গ্যাং এখন নিশ্চয়ই খুঁজছে কোন বিষয় নিয়ে বিতর্ক করা যায়’। আর একজন আবার ট্রেলারের শেষে ‘জয় হিন্দ’ নিয়ে লিখেছেন, ‘এই ছবির ট্রেলার জয় হিন্দে শেষ হচ্ছে, এটা এই ট্রেলারের সবচেয়ে নতুনত্ব বিষয়ে লেগেছে’।