সিনেমার নাম নিলেই যেমন পাড়ায় পাড়ায় শাহরুখ খান (Shahrukh Khan) ভক্ত বেরিয়ে আসবে। তেমনি খেলার নাম নিলেই বাংলার ঘরে ঘরে মিলবে ক্রিকেট ফ্যান। আর ক্রিকেট মানেই সবার আগে চলে আসে সবার প্রিয় ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নাম। একসময় আইপিএলের দৌলতে এই দুই ব্যক্তিত্বকে একসাথে দেখা গিয়েছিল। কারণ শাহরুখের টিম ছিল কেকেআর আর সৌরভ ছিলেন প্রাক্তন ক্যাপ্টেন। কিন্তু সেই জুটি বহুদিন দেখা যায়নি, তবে এবার আবারও হয়তো সেটাই দেখতে চলেছে বঙ্গবাসী।
হ্যাঁ ঠিকই দেখছেন, মনোমালিন্য মিটিয়ে আবারও একসাথে দিকে যাবে শাহরুখ-সৌরভকে। তবে খেলার মাঠে নয়, এবার তাদের দেখা যাবে অন্য মঞ্চে। কোথায়? তাহলে বলি, আগামী ডিসেম্বর মাস থেকেই শুরু হচ্ছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (28th Kolkata International Film Festival)। সেখানেই একত্রে দেখা মিলবে এই দুই মহারথীর।
গত বৃহস্পতিবার রাজ্যের শীতকালীন অধিবেশন হয়েছে। সেখান থেকেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ঘোষনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই দেখা মিলবে বাংলার অ্যাম্বাসেডার শাহরুখ খান ও মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। কবে ও কোথায় হচ্ছে উৎসবের আয়োজন তাও এদিন জানিয়ে দিয়েছেন তিনি।
বিগত বছরের মত এবছরেও নেতাজি ইন্দোর স্টেডিয়ামে আয়োজন হবে চলচ্চিত্র উৎসবের (KIFF) উদ্বোধনী অনুষ্ঠানের। অনুষ্ঠানে শাহরুখ-সৌরভের পাশাপাশি আমন্ত্রিত থাকছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। আগামী ১৫ ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে এই চলচ্চিত্র উৎসব যা চলবে ২২শে ডিসেম্বর পর্যন্ত।
প্রসঙ্গত, এর আগেও কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন অমিতাভ ও জয়া। করোনা কালেও যখন ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান হয়, তখন উপস্থিত ছিলেন তাঁরা। শাহরুখ খানকেও দেখা গিয়েছিল। তবে আরও একটা আকর্ষণীয় বিষয় হল একই বছরে দুবার চলচ্চিত্র উৎসবের আয়োজন হতে চলেছে।
এর আগে এপ্রিল মাসেই ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয়েছিল। এর ৭ মাসের মাথায় আবারও ঘোষণা হল ২৮তম চলচ্চিত্র উৎসবের। এই ঘোষণায় রীতিমত উচ্ছসিত সিনেমাপ্রেমী মানুষেরা। এখন অপেক্ষা উৎসব শুরু হওয়ার আর সিনেমা দেখার।