বলিউড (Bollywood) সুপারস্টার শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan) সদ্য নিজের পোশাকের ব্র্যান্ড লঞ্চ করেছেন। সেই ব্র্যান্ডের নাম D’YAVOL X। লাক্সারি পোশাক পাওয়া যায় এখানে। গত কয়েকদিন ধরেই শাহরুখ এবং আরিয়ান চুটিয়ে ব্র্যান্ডের প্রচার করছেন। স্বাভাবিকভাবেই সকলের মধ্যে ব্র্যান্ডটি ঘিরে আগ্রহ বাড়ছিল। তবে D’YAVOL X’এর পোশাক কিনতে গিয়েই চোখ কপালে উঠে যায় আমজনতার।
রবিবার অর্থাৎ গতকাল থেকে আরিয়ানের ব্র্যান্ডের ওয়েবসাইট লাইভ হয়েছে। এখন সাধারণ মানুষরা D’YAVOL X’এর সাইটে গিয়ে নিজেদের পছন্দ মতো পোশাক কিনতে পারেন। কিন্তু শাহরুখ-পুত্রের ব্র্যান্ডের পোশাক কিনতে গিয়ে অবাক হয়ে যান প্রত্যেকে। সাধারণ টি-শার্ট, জ্যাকেটের দাম (Price) দেখে চোখ কপালে উঠে যায় সাধারণ মানুষের।
D’YAVOL X’এর সাইট লাইভ হওয়ার পর সেখানে সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছিল। যে কারণে বহু মানুষের সাইট খুলছিল না। এরপর আরিয়ানের ব্র্যান্ডের তরফ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো হয়, এত মানুষ একসঙ্গে D’YAVOL X’এর সাইট দেখছেন বলে সাময়িক সমস্যা হচ্ছে। কিছুক্ষণ পরেই জানানো হয়, সাইটের সমস্যা ঠিক হয়ে গিয়েছে।
এরপর ফের নেটিজেনরা আরিয়ানের ব্র্যান্ডের সাইটে যাওয়া শুরু করেন। কিন্তু সেখানে প্রত্যেকটি জিনিসের মূল্য দেখে অবাক হয়ে যান সকলে। সাদা রঙের একটি প্রিন্টেড টি-শার্টের দাম ২৪ হাজার ৪০০ টাকা। কালো রঙের একটি হুডি এবং একটি চামড়ার জ্যাকেটের মূল্য যথাক্রমে ৪৫ হাজার ৫০০ এবং ২ লাখ টাকা।
D’YAVOL X’এর পোশাকের এত আকাশছোঁয়া মূল্য দেখে স্বাভাবিকভাবেই নেটিজেনরা প্রচণ্ড অবাক হয়ে যান। একজন যেমন লিখেছেন, ‘খান সাহেব আমি নিজের একটি কিডনি বিক্রি করলেও কিনতে পারব না। আমি নিজের দু’টি কিডনিই বিক্রি করতে হবে’। আর একজন আবার কমেন্ট করেছেন, ‘সবেমাত্র দাম দেখলাম। পাগল করে দেওয়া মূল্য! একজন মধ্যবিত্ত মানুষ কখনই কিনতে পারবে না। টিজার দেখার পর থেকেই আমি অপেক্ষা করছিলাম। গত এক ঘণ্টা ধরে আমি পেজ রিফ্রেশ করছিলাম। দুর্ভাগ্য মনে হয়’।
প্রসঙ্গত উল্লেখ্য, শুধুমাত্র ব্যবসা করাই নয়, শাহরুখের বড় ছেলে শীঘ্রই বলিউডেও পা রাখতে চলেছেন। বাবার মতো অভিনেতা নয়, বরং পরিচালক হতে চান তিনি। ইতিমধ্যেই আরিয়ানের ডেবিউ ছবির চিত্রনাট্য় লেখা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার শুধুমাত্র ‘লাইট ক্যামেরা অ্যাকশনের’ অপেক্ষা।