• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুম্বইয়ের তাজ হোটেলে ১০ কোটি টাকা খরচ করে পালিত হল শাহরুখ পুত্রের জন্মদিন! আহ্লাদে আটখানা আব্রাম

বলিউডের বাদশা শাহরুখ খান আজ আর তার কোনো পরিচয়ের প্রয়োজন নেই। তার চলচ্চিত্র জীবনে, তিনি হিন্দি সিনেমাকে একাধিক দুর্দান্ত ছবি উপহার দিয়েছেন। দিন কয়েক আগেই শাহরুখ তার ব্যক্তিগত জীবনে খুব কঠিন সময় পার করেছেন৷ গত বছর মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খানকে। শাহরুখের স্টারডম তার সন্তানদের উপরেও সমান ভাবে রয়েছে।

শাহরুখ খান ১৯৯১ সালে গৌরী খানকে বিয়ে করেন। এই দম্পতি দুই ছেলে ও এক মেয়ের বাবা-মা। তাদের তিন সন্তানের নাম আরিয়ান, ইব্রাহিম এবং সুহানা। এদের মধ্যে সবচেয়ে ছোট্ট আর সবচেয়ে আদরের শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খান। এরা বলিউডের প্রথম সারির স্টারকিড, তাই তাদের নিয়ে পেজ থ্রির পাতা সবসময়ই সরগরম থাকে।

   

শাহরুখ খান,গৌরী খান,আব্রাম খান,Shah rukh khan,Gouri khan,abram khan,birthday

গত রবিবার ছিল শাহরুখ পুত্র আব্রামের জন্মদিন। বুঝতেই পারছেন, শাহরুখ পুত্রের জন্মদিন বলে কথা তাই তার জন্মদিনে জাঁকজমক ও ছিল বেজায়। স্বপরিবারে ছোট্ট আব্রামের জন্মদিন পালন করেছেন শাহরুখ গৌরী, আরিয়ান, সুহানা। সম্প্রতি আব্রামের জন্মদিনেরই কিছু ছবি তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

শাহরুখ খান,গৌরী খান,আব্রাম খান,Shah rukh khan,Gouri khan,abram khan,birthday

যে সে জায়গায় নয়, আব্রামের জন্মদিন পালিত হয়েছে মুম্বইয়ের সবচেয়ে বিলাসবহুল হোটেল তাজে। ছেলের কথা মাথায় রেখেই অ্যাডভেঞ্চার থিমে জন্মদিনের পার্টি আয়োজন করা হয়েছিল। জানা যাচ্ছে, এই জন্মদিনের পার্টি বাবদ প্রায় ১০ কোটি টাকা খরচ করেছেন বলি বাদশা। জন্মদিনে বেশ কয়েকটি কেকও কেটেছেন আব্রাম। শাহরুখ গৌরীর কোলে উঠে মিষ্টি আব্রামের ছবি ভাইরাল হয়েছে বেজায়। ছেলেকে জন্মদিনে আদরে ভরিয়ে দিয়েছেন শাহরুখ গৌরী।